৩৯,৭০১ টি বিদ্যালয়ে ডাটা কানেক্টিভিটি সংক্রান্ত মতামত ৩ কর্মদিবসের মধ্যে প্রদান প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০৬/০৩/২৩)।
৩৯,৭০১ টি বিদ্যালয়ে ডাটা কানেক্টিভিটি সংক্রান্ত মতামত ৩ কর্মদিবসের মধ্যে প্রদান প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০৬/০৩/২৩)।
উপর্যুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পিইডিপি ৪ এর আওতায় ৮ টি প্যাকেজে ৬১ জেলায় মোট ৩৯,৭০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি মাসে প্রতিটি বিদ্যালয় ২০ জিবি ডাটা কানেক্টিভিটি ১২ মাসের জন্য চালু করনের নিমিত ০৯ মার্চ ২০২২ তারিখে গ্রামীণফোন লিমিটেডের সাথে চুক্তি সম্পাদিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী ৬১ জেলায় গ্রামীণফোন লিমিটেড কর্তৃক প্রদত্ত সেবা (প্রতি মাসে প্রতিটি বিদ্যালয় ২০ জিবি ডাটা কানেক্টিভিটি) সন্তোষজনকভাবে প্রতিপালিত হয়েছে কিনা? এবং উক্ত চুক্তির মেয়াদ বৃদ্ধির প্রয়োজন আছে কিনা? এ বিষয়ে আগামী তিন কর্ম দিবসের মধ্যে সংযুক্ত ই-মেইলে (imdmcell@gmail.com) মতামত প্রদানের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের অনুরোধ করা হলো।
শাহীনুর শাহীন খান
No comments
Your opinion here...