ad

: ল্যাপটপ বিতরণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা (২৩/০২/২০২৩)

Views

 :  


ল্যাপটপ বিতরণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা (২৩/০২/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

www.dpe.gov.bd 

সেকশন -২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৯০০.০৭.০০১.২৩.৬৮

                                                                                                                তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩

বিষয়:  ল্যাপটপ বিতরণ প্রসঙ্গে। 

উপর্যক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি 4) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যাকেজ নম্বর জিডি ১০১.০১ এর অধীনে পাঁচটি লটে ২৬ হাজার টি ল্যাপটপ ও প্যাকেজ নম্বর জিডি ৩০১. ০১ অধীনে পাঁচটি লটে ৪১ হাজারটি ল্যাপটপ ওয়ালটন ডিজিটেক  ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাথমিক শিক্ষা অফিসে সরবরাহ করে।

Post Landing Inspection (PLI) এর অংশ হিসেবে সরবরাহকৃত ল্যাপটপ সমূহ হতে ১% হারে ল্যাপটপ বুয়েট কর্তৃক পরীক্ষা/টেস্ট করা হয়। ২০ টি জেলার মধ্যে নিম্ন বর্ণিত ১৫ টি জেলাতে গঠিত 3 সদস্য বিশিষ্ট Technical Inspection and Acceptance Committee কর্তৃক টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুসারে যাচাই করে অবশিষ্ট ল্যাপটপ গ্রহণ করা হয়। নিম্ন বর্ণিত পনেরটি জেলাতে সরবরাহকৃত ২৫ হাজার ৭৮৫ টি ল্যাপটপ বিদ্যালয় পর্যায়ে বিতরণের জন্য তালিকা সহ মহাপরিচালক কর্তৃক অনুমোদিত হয়েছে। তা এতদসঙ্গে সংযুক্ত করা হলো। এক্ষণে, নিম্ন বর্ণিত ছক অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে বিতরণের বিষয়টি সার্বিকভাবে সমন্বয় করবেন। 

২। সংযুক্ত তালিকা অনুযায়ী প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট ল্যাপটপ সরবরাহের ভেন্যু  হতে ল্যাপটপ গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার গনের নিকট হস্তান্তর করবেন। উপজেলা/ থানা শিক্ষা অফিসারগণ তালিকাভুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণের নিকট হস্তান্তর করবেন এবং তালিকাতে ল্যাপটপের সিরিয়াল নম্বর/বারকোড উল্লেখ করে গ্রহণের স্বাক্ষর নিবেন। গ্রহণের স্বাক্ষর সম্বলিত তালিকার এক কপি  সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারে নিকট দাখিল করবেন। 

৩। মহাপরিচালক মহোদয় আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে রাজশাহী জেলা ল্যাপটপ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এছাড়া কুড়িগ্রাম জেলায় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং রংপুর নরসিংদী জেলায় সম্মানিত সচিব মহোদয় ল্যাপটপ বিতরণ উদ্বোধন করবেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ও সম্মানিত সচিব মহোদয়ের উদ্বোধনের তারিখ পরবর্তীতে জানানো হবে। 


স্বাক্ষরিত          

 শাহীনুর শাহীন খান   

 পরিচালক (আইএমডি) অতিরিক্ত দায়িত্ব

ফ্যাক্স: 02-9038122



সম্পুর্ণ তালিকা ডাউনলোড লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.