উপবৃত্তি চাহিদা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। (০৭/০৩/২০২৪)
উপবৃত্তি চাহিদা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। (০৭/০৩/২০২৪)
গত ২০২১- ২২ অর্থবছরের জানুয়ারি -জুন ২০২২ সময় যে সকল শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত, সংরক্ষণ, ক্লাস্টারে প্রেরণ, উপজেলায় যাচাই-বাছাই ও অনুমোদন কার্যক্রম পেন্ডিং রয়েছে সে সকল কার্যক্রম সম্পন্নের নিমিত্ত ৬/৩/২৩ খ্রিস্টাব্দ তারিখ দুপুর ১২ঃ০০ টা থেকে চাহিদা অপশন উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং আগামী ০৯/০৩/২৯২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে।
উক্ত সময়ের পর বর্ণিত চাহিদা প্রেরণ করার আর কোনো সুযোগ থাকবে না।
চাহিদা রিপোর্ট (বিস্তারিত প্রতিবেদন) ডাউনলোড করে আবশ্যিকভাবে দেখতে হবে, যে কোন সুবিধাভোগী শিক্ষার্থী চাহিদা প্রেরণ যাচাই-বাছাই অনুমোদন বাকি না থাকে।
সমস্যা: কোন কোন ক্ষেত্রে চাহিদা প্রস্তুত করা এবং সংরক্ষণ করা যাচ্ছে না।
কারণ: উক্ত শিক্ষার্থীদের চাহিদা পূর্বেই প্রস্তুতপূর্বক অনুমোদন করা হয়েছে।
করণীয়: চাহিদা রিপোর্ট (বিস্তারিত প্রতিবেদন) ডাউনলোড করে দেখতে হবে মাসের কলামে মাসের সংখ্যা উল্লেখ আছে কি না? যদি থাকে তাহলে চাহিদা প্রস্তুত করা যাবে না এবং প্রস্তুত করার প্রয়োজন নাই। রিপোর্টে বর্ণিত মাস অনুসারে উপবৃত্তি পাবে। চাহিদা প্রস্তুত পেন্ডিং থাকলেও কোন অসুবিধা হবে না।
উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...