শাপলা কাব অ্যাওয়ার্ড এর জন্য প্রস্তুতি - সদস্য স্তর
শাপলা কাব অ্যাওয়ার্ড এর জন্য প্রস্তুতি - সদস্য স্তর
আপন শক্তিঃ
১) কাব স্কাউটিং কী?
উত্তরঃ ৬+ হতে ১০+ বয়সের শিশু কিশোরদের জন্য কাব স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন।
২) কাব স্কাউট প্রতিজ্ঞা লেখ।
উত্তরঃ আমি প্রতিজ্ঞা করছি যে,
আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
প্রতিদিন কারো না কারো উপকার করতে
কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
৩) কাব স্কাউট আইন কয়টি ও কী কী?
উত্তরঃ কাব স্কাউট আইন দুইটি। যথা -
(১) বড়দের কথা মেনে চলা
(২) নিজেদের খেয়ালে কিছু না করা
৪) কাব স্কাউট মটো কী?
উত্তরঃ যথাসাধ্য চেষ্টা করা।
৫) কাব স্কাউট সালামের অর্থ কী?
উত্তরঃ তিনটি আঙ্গুল প্রতিজ্ঞার তিনটি অংশের কথা মনে করে দেয় এবং দুই আঙ্গুলের বন্ধন হলো বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন।
চেষ্টা করিঃ
১) গ্র্যান্ডইয়েল অর্থ কী?
উত্তরঃ গ্র্যান্ডইয়েল অর্থ মহাগর্জন।
২) একটি প্যাক মিটিং এ কতবার গ্র্যান্ডইয়েল দিতে হয়?
উত্তরঃ প্যাক মিটিং এ ০২ বার গ্র্যান্ডইয়েল দিতে হয়।
৩) গ্র্যান্ডইয়েক কে দেয় এবং কে নেয়?
উত্তরঃ গ্র্যান্ডইয়েল দেয় সিনিয়র ষষ্ঠক নেতা এবং নেয় কাব লিডার।
৪) সদস্য স্তরে কী কী দড়ির কাজ আছে?
উত্তরঃ (১) ওভারহেড গেরো দিয়ে স্কার্ফের প্রান্ত বাঁধতে পারা।
(২) ডাক্তারী গেরো ( Reaf knot ) দিতে পারা ও ব্যবহার জানা।
৫) স্কার্ফের প্রান্ত বাঁধতে কোন গেরো ব্যবহার করতে হয়?
উত্তরঃ স্কার্ফের প্রান্ত বাঁধতে ওভারহেড গেরো ব্যবহার করা হয়।
৬) ডাক্তারী গেরোর দুটি ব্যবহার লেখ।
উত্তরঃ (১) সকল প্রকার ডাক্তারী ব্যান্ডেজে।
(২) দুটি সমমাপের দড়ি জোড়া লাগাতে।
৭) বৃত্ত কত প্রকার ও কী কী?
উত্তরঃ বৃত্ত তিন প্রকার। যথা -
(১) মহাবৃত্ত ( Parade circle )
(২) শিলাবৃত্ত ( Rock circle )
(৩) সভাবৃত্ত ( Rock council )
৮) কাবের ডাক কী?
উত্তরঃ প্যাক ধ্বনি।
(ক) আকেলা ৩ বার প্যাঁক প্যাঁক প্যাঁক উচ্চারণ করার সাথে সাথে ক্যাবেরা প্যাঁক প্যাঁক উচ্চারণ করে মহাবৃত্তে দাঁড়াবে।
(খ) আকেলা একবার প্যাঁক উচ্চারণ করলে তার অর্থ সকলে চুপ কর।
(গ) আকেলা দুইবার প্যাঁক প্যাঁক উচ্চারণ করলে ষষ্ঠক নেতাকে ডাকা হয়েছে বুঝতে হবে।
৯) পথচারীর পথ চলার নিয়ম কী?
উত্তরঃ (১) রাস্তার ফুটপাত দিয়ে চলা। ফুটপাত না থাকলে রাস্তার ডান দিক দিয়ে চলা।
(২) ওভারব্রীজ দিয়ে রাস্তা পারাপার হওয়া। ওভার ব্রীজ না থাকলে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপার হওয়া।
(৩) ওভার ব্রীজ বা চিহ্ন না থাকলে প্রথমে ডান দিকে তাকিয়ে দেখবে পরে বামদিকে তাকিয়ে পুনরায় ডান দিকে তাকিয়ে দেখে নিরাপদ মনে হলে দ্রুত রাস্তা পার হওয়া।
থাকব ভালোঃ পর্ব - ০১
১) ইসলাম শব্দের অর্থ কী?
উত্তরঃ ইসলাম শব্দের অর্থ শান্তি।
২) ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী?
উত্তরঃ ইসলামের স্তম্ভ ৫টি। যথা - (১) ঈমান (২) সালাত (৩) সাওম (৪) যাকাত (৫) হজ্জ
৩) সদস্য স্তরে কোন কালিমা ও কোন সূরা সুন্দর ভাবে পাঠ করা শিখতে হয়?
উত্তরঃ কালিমা তৈয়্যিবা ও সূরা ফাতিহা।
পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহ তা আলার নামে শুরু করছি
১.যাবতীয় প্রংশসা আল্লাহ তা আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা,
২. যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু,
৩. যিনি বিচার দিনের মালিক,
৪. আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
৫. আমাদেরকে সরল পথ দেখাও,
৬. সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছো। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজেল হয়েছে এবং যাহারা পথভ্রষ্ট হয়েছে।
থাকব ভালোঃ পর্ব - ০২
১) চুলের যত্ন কীভাবে নিতে হয়?
উত্তরঃ (১) প্রতিদিন অন্তত পক্ষে ৩বার চুল আচরাবে।
(২) সপ্তাহে অন্তত পক্ষে ২বার শ্যাম্পু অথাবা সাবান দিয়ে চুল ধুতে হবে।
(৩) ভেজা চুল বেঁধে রাখা যাবেনা এতে খুশকী হয়।
২) চোখের যত্ন কীভাবে নিতে হয়?
উত্তরঃ (১) ঘুম থেকে উঠে চোখ ঠান্ডা পানি দিয়ে ধোয়া।
(২) চোখে যেন পিচুটি বা ময়লা না জন্মে সেদিকে খেয়াল রাখা।
(৩) সপ্তাহে অন্তত একদিন চোখ বন্ধ করে চোখের উপর তুলা ভিজিয়ে ৫ মিনিট রাখা।
(৪) সপ্তাহে একবার চোখের ব্যায়াম করা। যেমন - স্থির থেকে প্রথমে চোখ ডানে পরে বামে তার পর উপরে এবং সর্বশেষে নীচের দিকে করা। ( ৫ মিনিট )
(৫) ভোরবেলা উঠে অন্তত ৫ মিনিট সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকা।
৩) দাঁতের যত্ন কীভাবে নিতে হয়?
উত্তরঃ (১) প্রতিদিন অন্ততপক্ষে দুবার ব্রাশ করা। ( ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার পূর্বে )
(২) মিষ্টি জাতীয় খাবার গ্রহণের পর ব্রাশ করতে না পারলেও কুলি করা।
(৩) দাঁতের ফাঁকে যেন খাবার লেগে না থাকে সেদিকে খেয়াল করা।
৪) নখের যত্ন কীভাবে নিতে হয়?
উত্তরঃ (১) সপ্তাহে একদিন নখের চারা কাটা।
(২) খেলাধুলা বা কোনো কাজ করার পর নখ ভালোভাবে ধোয়া।
৫) পায়ের যত্ন কীভাবে নিতে হয়?
উত্তরঃ (১) পা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে পায়ের কোনাগুলো।
(২) সপ্তাহে অন্তত পক্ষে একদিন গরম পানির মধ্যে শ্যাম্পু বা সাবান মিশিয়ে ১০ মিনিট পা ভিজিয়ে রেখে পরিষ্কার করা।
৬) সুস্থ থাকতে হলে কখন কখন হাত ধুতে হয়?
উত্তরঃ সুস্থ থাকতে হলে সঠিক সময়ে হাত ধুতে হবে।
(১) সকালে নাস্তার আগে
(২) দুপুরের খাবারের আগে
(৩) রাতে খাবারের আগে
(৪) টয়লেট ব্যবহারের পরে
(৫) খেলাধুলা বা কোনো কাজ করার পর।
৭) স্বাস্থ্য সম্মতভাবে হার ধোয়ার নিয়ম কী?
উত্তরঃ হাত ধোয়ার নিয়ম ৬টি। যথা -
(১) পরিষ্কার পানিতে হাত ভিজিয়ে নিতে হবে
(২) দু হাতে সাবান ভালো করে ঘষে ফেনা তৈরি করতে হবে
(৩) ১৫ - ২০ সেকেন্ড ধরে পুরো দুই হাত ঘষে পরিষ্কার করতে হবে
(৪) পরিষ্কার পানি দিয়ে দুই হাত ধুতে হবে
(৫) হাত ধোয়ার পর কল বন্ধ করা
(৬) পরিষ্কার শুকনো কাপড় বা টিস্যু দিয়ে হাত মোছা।
৮) বিপির ১নং পিটির উপকারিতা কী?
উত্তরঃ সকল বয়সের মানুষের জন্য এটা উপযোগী। এ ব্যায়াম করলে মাথা ও ঘাড়েড় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
৯) বিপির পুরো নাম কী?
উত্তরঃ রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল।
১০) ১নং পিটি কখন ও কোথায় করতে হয়?
উত্তরঃ সকালে ঘুম থেকে উঠে বিছানায়।
জানবো জগৎটাকেঃ
১) বাংলাদেশের ধাতব মুদ্রা কয়টি ও কী কী?
উত্তরঃ ৮টি। যথা - ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা , ২ টাকা ও ৫ টাকা।
২) বাংলাদেশের কাগজী নোট কয়টি ও কী কী?
উত্তরঃ ১০টি। যথা - ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা।
৩) কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ছবি আছে?
উত্তরঃ ৫ টাকার মুদ্রায়।
৪) কোন নোটে জাতীয় মসজিদের ছবি আছে?
উত্তরঃ ১০ টাকার নোটে।
৫) ৩টি ৫০ টাকার নোট, ২টি ১০০ টাকার নোট ও একটি ৫০০ টাকার নোট বিনিময় করে কয়টি ৫ টাকার নোট পাবে?
উত্তরঃ ১৭০টি।
৬) পরিবার বলতে কী বুঝো?
উত্তরঃ মা-বাবা, ভাই-বোন, চাচা-চাচি, দাদা-দাদিদের নিয়ে একত্রে বসবাস করাকে পরিবার বলে।
৭) পরিবার কত প্রকার ও কী কী?
উত্তরঃ পরিবার দুই প্রকার। যথা - (১) একক পরিবার (২) যৌথ পরিবার
৮) একক পরিবার কাকে বলে?
উত্তরঃ যে পরিবারে মা-বাবা, ভাই-বোন বাস করে তাকে একক পরিবার বলে।
৯) একক পরিবার কয় প্রকার ও কী কী?
উত্তরঃ একক পরিবার দুই প্রকার। যথা -
(১) ছোট পরিবার ( সদস্য ২ - ৪ জন )
(২) বড় পরিবার ( সদস্য ৪ জনের অধিক )
১০) যৌথ পরিবার কাকে বলে?
উত্তরঃ যে পরিবারে মা-বাবা, ভাই-বোন, চাচা-চাচি, দাদা-দাদি একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে।
১১) তোমার ঠিকানা কীভাবে লিখবে?
উত্তরঃ নামঃ ............... গ্রাম/মহল্লাঃ ......................
ডাকঘরঃ .................. পোস্ট কোর্ডঃ ........................
উপজেলাঃ ................. জেলাঃ .........................
১২) বাংলাদেশের জাতীয় ফলের নাম কী?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল।
১৩) বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা।
১৪) বাংলাদেশের জাতীয় মাছের নাম কী?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ।
১৫) বাংলাদেশের জাতীয় পাখির নাম কী?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল।
১৬) বাংলাদেশের জাতীয় পশুর নাম কী?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়েল বেঙ্গল টাইগার।
আনন্দ উল্লাসঃ
১) প্রার্থনা সংগীত কখন গাওয়া হয়?
উত্তরঃ প্যাক মিটিংয়ে পতাকা উত্তোলনের পর।
বাদশাহ তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লওহে হাজার বার আমার, হে পরওয়ার দেগার
চাঁদ, সুরুজ আর গ্রহ, তারা, জ্বীন ইনসান আর ফেরেস্তারা
দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার, হে পরওয়ার দেগার
তোমার নূরের রৌশনী পরশী, উজ্জ্বল হয় যে রবি ও শশী,
রঙ্গিন হয়ে উঠে বিকশি, ফুল সে বাগিচার, হে পরওয়ার দেগার
বিশ্ব ভুবনে যাহা কিছু আছে, তোমারি কাছে করুণা যাঁচে
তোমারি মাঝে মরে ও বাঁচে জীবনও সবার, হে পরওয়ার দেগার।
বাদশাহ তুমি দিন ও দুনিয়ার, হে পরওয়ার দেগার
সেজদা লওহে হাজার বার আমার, হে পরওয়ার দেগার
২) সদস্য স্তরে কী কী খেলা আছে? কয়টি খেলায় অংশগ্রহণ করতে হয়?
উত্তরঃ মোড়ক লড়াই, গোল্লাছুট, ঘোড়দৌড়, ডিগবাজী এর মধ্যে ২টি খেলায় অংশগ্রহণ করতে হয়।
৩) প্যাক মিটিং কী?
উত্তরঃ সপ্তাহের নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে কাব প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ৬০ থেকে ৯০ মিনিট ব্যাপী মুক্তাঙ্গানে হাতে কলমে যে কার্যক্রম বাস্তবায়ন করা হয় তাকে প্যাক মিটিং বলে।
৪) প্যাক মিটিং কে পরিচালনা করেন?
উত্তরঃ কাব স্কাউট লিডার।
৫) তোমার ইউনিটে কোন দিন, কখন, কত সময় প্যাক মিটিং হয়?
উত্তরঃ আমার ইউনিটে প্রতি বৃহস্পতিবার ০১ঃ৩০ মিনিট থেকে ০৩ঃ৩০ মিনিট পর্যন্ত মোট ৯০ মিনিট প্যাক মিটিং হয়।
৬) প্যাক মিটিংয়ে পরিদর্শন ও চাঁদা আদায় কে করেন?
উত্তরঃ ষষ্ঠক নেতাগণ।
৭) সদস্য স্তরে কমপক্ষে কতটি প্যাক মিটিয়ে অংশগ্রহণ করতে হয়?
উত্তরঃ ৫টি।
No comments
Your opinion here...