ad

২০২২-২৩ অর্থবছরের অনলাইনে প্রাপ্ত শিক্ষাবৃত্তির আবেদনসমূহ যাচাই-বাছাই করার নির্দেশনা প্রসঙ্গে BKKB এর নির্দেশনা। (১৬/৩/২০২৩)

Views

 


২০২২-২৩ অর্থবছরের অনলাইনে প্রাপ্ত শিক্ষাবৃত্তির আবেদনসমূহ যাচাই-বাছাই করার নির্দেশনা প্রসঙ্গে BKKB এর নির্দেশনা। (১৬/৩/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

 জনপ্রশাসন মন্ত্রণালয়

www.bkkb.gov.bd 


নং : ০৫.৮১.০০০০.০১৩..৩১.০০১.২৩-৫৯

                                                                                                             তারিখ: ১৬/৩/২০২৩

বিষয় ২০২২ -২৩ অর্থবছরের অনলাইনে প্রাপ্ত শিক্ষাবৃত্তির আবেদনসমূহ যাচাই-বাছাই করার নির্দেশনা। 


উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০২২-২৩ অর্থবছরে শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ নিম্নোক্তভাবে যাচাই বাছাই করা নির্দেশনা প্রদান করা হলো। 

১. আবেদনসমূহ যাচাই-বাছাই করার জন্য প্রত্যেক ইউজারগণ কর্মচারীর গ্রেড বিবেচনা করে যাচাই-বাছাই করতে হবে। 


২. যে সকল ছাত্র-ছাত্রী সকল বিষয়ে পাশ করেছে তাদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে যারা ক্লাসে অকৃতকার্য (ফেল) বিশেষ বিবেচনা উত্তীর্ণ হয়েছে তারা শিক্ষা বৃদ্ধি পাওয়ার যোগ্য হবে না। 


স্বাক্ষরিত        


 কাজী নাহিদ ইভা 

উপপরিচালক

 বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড 

প্রধান কার্যালয়।

 







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.