১০ দিন ব্যাপী বাংলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে DPE প্রশিক্ষণ বিভাগের চিঠি (২২/০২/২৩)।
১০ দিন ব্যাপী বাংলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে DPE প্রশিক্ষণ বিভাগের চিঠি (২২/০২/২৩)।
Letter from DPE Training Department (22/02/23) regarding the organization of 10-day Bengali Subject Master Trainer Training.
উপযুক্ত বিষের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ১০ দিনব্যাপী বাংলা বিষয় ভিত্তিক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ আগামী ১-১১ মার্চ২০২৩ তারিখ সকাল ৯ টা থেকে পিটিআই দিনাজপুরে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণের নিম্নের তালিকায় উল্লেখিত ব্যক্তি বর্গকে নির্ধারিত ভেন্যু, তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রশিক্ষণটি আবাসিক বিধায় প্রশিক্ষনার্থীগণকে আবশ্যিকভাবে পিটিআইয়ে অবস্থান করতে হবে, ল্যাপটপ সঙ্গে নিয়ে আসতে হবে এবং ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট করতে হবে।
২) ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যারের পরিবর্তে PEMIS এর সফটওয়্যার এ তথ্য এন্ট্রি করতে হবে। তবে PEMIS Software এ তথাদি এন্ট্রির জন্য ইউজার আইডি সহসাই জানানো হবে।
৩) অংশগ্রহণকারীগণ প্রযোজ্য ক্ষেত্রে প্রচলিত বিধি মোতাবেক টিএ/ ডিএ অন্যান্য ভাতদি প্রাপ্য হবেন।
এতে মহা পরিচালক মহাদেশ অনুমোদন রয়েছে।
No comments
Your opinion here...