ad

কিভাবে শিশুর জন্ম নিবন্ধন করবেন বা জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৩।

Views


 জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে ২০২৩?

কিভাবে শিশুর জন্ম নিবন্ধন করবেন বা জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৩। 

জন্ম নিবন্ধন মূলত সন্তান জন্মের 45 দিনের মধ্যে সম্পন্ন করে ফেলা উত্তম। অনেকে বয়স কমানোর ধান্দায় থাকেন এটি করা কোন ভাবে ঠিক নয়। জন্মটা যদি ভুল বা অসত্য দিয়ে শুরু হয় তবে জন্মই যেন মিথ্যা দিয়েই শুরু হল। চাকরি বা রিজিক আল্লাহতালার হাতে কথাটি বিশ্বাস করলে কোনভাবে এটি চিন্তা করা ঠিক হতে পারেনা যে জন্ম কয়েক বছর পরে দেখালে চাকরি পাওয়া সহজ হবে বা সুযোগ বেড়ে যাবে। 

যাহোক আজ আমরা জানব জন্ম নিবন্ধন ফি কত? হ্যাঁ জন্ম নিবন্ধন ফি এবং মৃত্যু নিবন্ধন ফি একই হারে প্রদান করতে হয়।

 কোন মৃত্যু সনদ এখন অনলাইনে পেতে তার জন্মসনদ  থাক বা না থাক প্রথমে জন্ম নিবন্ধন করে নিতে হবে তারপর মৃত্যু নিবন্ধন করতে পারবেন। 

তাই বয়স্ক বা শিশু যেই হোক না কেন তার জন্ম নিবন্ধন সম্পূর্ণ করুন। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৭ এর বিধি ২৩ এর উপবিধি ৭ এর ক্ষমতাবলে সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি নিম্নোক্ত হারে পুনঃ নির্ধারণ করা হয়েছে এরপর আর ফি পুন:নির্ধারণ হয়নি। 

১) জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন বিনা ফিসে নিবন্ধন করা যাবে। 

২) জন্ম বা মৃত্যু ৪৫ দিন পর হইতে পাঁচ বছর পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন সাকুল্য ২৫ টাকা দেশে নিবন্ধন করা যাবে।  

৩) জন্ম বা মৃত্যুর ৫ বছর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন সাকূলে ৫০ টাকা দেশে নিবন্ধন করা যাবে।

 ৪) জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা। 

৫) বাংলা ও ইংরেজি উভয় ভাষার মূল সনদ বা তথ্য সংশোধনের পর সরবরাহ পাওয়া যাবে বিনা ফিসে। 

৬) জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি 50 টাকা বাংলাদেশের জন্ম হলে।

আরও পড়ুন জন্ম নিবন্ধন সনদে জন্ম তারিখ ও সাল পরিবর্তনে আবেদন গ্রহণ, আপলোডকরণ ও অনুমোদনের লক্ষ্যে প্রেরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রসঙ্গে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগের চিঠি। (০৬/০২/২০২৩)

৭)  বাংলা ও ইংরেজি ভাষার নকল সরবরাহ পাওয়া যাবে 50 টাকা ফি জমা করে। 

উপরোক্ত ফি গুলো রাষ্ট্রপতি আদেশক্রমে নির্ধারণ করা হয়েছে। 

বিশেষ দ্রষ্টব্য: জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন ফরম অনলাইনে পূরণ করা যায়। তাই ভুল ত্রুটি এড়াতে আপনি অনলাইনে নিবন্ধন কার্যক্রম সেরে ফেলুন। অতঃপর ইউনিয়ন পরিষদের বা পৌরসভার দাখিল করে অনুমোদন করিয়ে স্বাক্ষর করিয়ে নিন। তাতে ভুল ত্রুটি হওয়ার ঝামেলা থেকে বাঁচবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের লিঙ্ক





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.