ad

জন্ম নিবন্ধন সনদে জন্ম তারিখ ও সাল পরিবর্তনে আবেদন গ্রহণ, আপলোডকরণ ও অনুমোদনের লক্ষ্যে প্রেরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রসঙ্গে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগের চিঠি। (০৬/০২/২০২৩)

Views

 


জন্ম নিবন্ধন সনদে জন্ম তারিখ ও সাল পরিবর্তনে আবেদন গ্রহণ, আপলোডকরণ ও অনুমোদনের লক্ষ্যে প্রেরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রসঙ্গে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগের চিঠি। (০৬/০২/২০২৩)

Letter from the Office of the Registrar General, Registration of Births and Deaths, Local Government Department regarding taking precautions in receiving, uploading and sending applications for changing the date and year of birth in the birth registration certificate. (06/02/2023)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
রেজিস্টার জেনারেল কার্যালয়ের
জন্ম ও মৃত্যু নিবন্ধন
স্থানীয় সরকার বিভাগ
www.orgbdr.gov.bd

স্মারক নং ৪৬.০৪.০০০০.১০১.২২.০০১.২১-২১২
তারিখ: ০৬/০২/২০২৩
বিষয়: জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদে জন্ম তারিখ, সাল পরিবর্তনে আবেদন গ্রহণ, আপলোড করুন এবং অনুমোদনের লক্ষ্যে প্রেরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ (সংশোধিত ২০১৩) অনুষ্ঠানে বাংলাদেশের নাগরিকদের দেশে বা বিদেশি অবস্থানরত জন্ম ও মৃত্যু নিবন্ধন করা হয়।। এ আইন এবং আইনের অধীন প্রণীত বিধিতে শিশুর জন্মের পর পর এবং ব্যক্তির মৃত্যুর পর পর মৃত্যুর খবর রেজিস্টারকে দেয়া ও নিবন্ধন করানোর তাগিদ রয়েছে। শিশুর ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের লিখিত তারিখ তার প্রথম এবং আদি জন্ম তারিখ এবং এ তারিখে ভিত্তিতে তার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র তৈরি হয়ে থাকে। কিন্তু পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে, অনেক ক্ষেত্রে পাবলিক পরীক্ষায় রেজিস্ট্রেশন, জাতীয় পরিচয় পত্র তৈরি, পাসপোর্ট করার সময় জন্ম নিবন্ধন সনদে উল্লেখিত/রেজিস্টারকৃত তারিখের পরিবর্তে অন্য একটি জন্ম তারিখ বসিয়ে পাবলিক পরীক্ষায় রেজিস্ট্রেশন, পাবলিক পরীক্ষার সনদ, জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট তৈরি করা হয়। পরবর্তীতে পাবলিক পরীক্ষার সনদ, জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টে আদলে জন্ম সনদ বিশেষ করে জন্ম তারিখ সংশোধন করে দেয়ার জন্য পীড়াপীড়ি করা হয়। নিবন্ধন অফিস এসব আবেদন গ্রহণ করে থাকে আপলোড করে এবং অনুমোদনের জন্য নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রেরণ করে। ইহা সমীচীন নয়। কোন নিবন্ধক অফিস জন্মসনদের মুল জন্ম তারিখ পরিবর্তন করে পাবলিক পরীক্ষা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি করে জন্ম তারিখ বা জন্মসাল পরিবর্তনের আবেদন যেন গ্রহণ না করা হয়, আপলোড না করা হয় এবং অনুমোদনের জন্য যেন প্রেরণ না করা হয় তার অনুরোধ করা হল। এ ধরনের আবেদন মোটেও অনুমোদনযোগ্য নয়। ইহা তার অধিক্ষেত্রে সকল নিবন্ধক অফিসকে বিষয়টি জানিয়ে দেয়ার জন্য তাকে অনুরোধ করা হলো।



স্বাক্ষরিত 


মোঃ রাশেদুল হাসান 

রেজিস্টার জেনারেল (অতিরিক্ত সচিব)

 জন্ম ও মৃত্যু নিবন্ধন 

ফোন: ০২২২৩৩৮৬৬০৬

 ইমেইলঃ rg@orgbdr.gov.bd



PDF Download


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.