APSC বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারীর - ২০২২ এর ইন্টারনাল ভেলিডেশনের তথ্য সংগ্রহ সংক্রান্ত DPE এর চিঠি। (১৪/০২/২৩)।
DPE's letter regarding collection of data for internal validation of APSC Annual Primary School Census - 2022. (14/02/23).
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি এপিএসসি ২০২২ এর বিদ্যালয়ের পর্যায়ে থেকে সংগৃহীত তথ্যাধীর উপর প্রাথমিক শিক্ষা পরিসংখ্যান বিষয়ক জাতীয় কমিটি সুপারিশ অনুযায়ী ইন্টার্নাল ভ্যালিডেশন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ লক্ষ্যে উপজেলা/থানাধীন সংশ্লিষ্ট বিদ্যালয়ের তথ্য যাচাইয়ের জন্য ক্লাস্টার স্যাম্পলিং পদ্ধতির মাধ্যমে ১৭৩ টি উপজেলা/থানা নির্বাচন করা হয়েছে। (সংযুক্ত)
নির্বাচিত ১৭৩ টি উপজেলা/থানা থেকে তথ্য পার্শ্ববর্তী নিকটবর্তী উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক (সংযুক্ত ছক অনুযায়ী) প্রতিটি উপজেলার সংযুক্ত তালিকা অনুযায়ী দুটি করে বিদ্যালয়ের তথ্যাদি সংগ্রহ পূর্বক হার্ডকপি এইউইও কর্তৃক স্বাক্ষর ও সংশ্লিষ্ট ইউইও কর্তৃক প্রত্যয়নপূর্বক অত্র অধিদপ্তরে পরিবিক্ষন ও মূল্যায়ন বিভাগ বরাবর এবং সফট কপি (ddmonitordpe@gmail.com) এই ঠিকানায় আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৩ সালের মধ্যে আবশ্যিকভাবে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য ইন্টারনাল ভেলেশনের তথ্যাদির আলোকে মূল্যায়ন প্রতিবেদন মুল রিপোর্টের সন্নিবেশন করা হবে বিধায় জরুরী ভিত্তিতে চাহিত তথ্যাদি প্রেরণের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য পাওয়া না গেলে এপিএসসি ২০২২ রিপোর্ট প্রণয়নের কার্যক্রম বিঘ্নিত হবে।
সংশ্লিষ্ট সহকারী উপজেলা অফিসার অফিসারগণ স্ব-স্ব বেতনখাত হতে টিএ/ডিএ প্রাপ্য হবেন।
L
No comments
Your opinion here...