প্রত্যেক শিক্ষার্থীর স্কাউট প্রশিক্ষণ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা। (১২/২/২০২৩)
প্রত্যেক শিক্ষার্থীর স্কাউট প্রশিক্ষণ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা। (১২/২/২০২৩)
Instructions of Hon'ble Prime Minister's Office regarding scout training of every student. (12/2/2023)
উপর্যুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৫/১/২০২৩ তারিখে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২ তম এশিয়া প্যাসিফিক এবং ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নিম্ন বর্ণিত প্রতিশ্রুতি/নির্দেশনা প্রদান করা হয়।
ক) সরকার প্রতিটি উপজেলায় এবং জেলায় স্কাউট ভবন ও প্রশিক্ষণ ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে।
খ) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দুইটি করে স্কাউট দল বা রোভার গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গ) ছেলেদের পাশাপাশি গার্ল স্কাউট এবং মাদ্রাসা সমুহে স্কাউট যেন গঠন করা হয় সে বিষয়ে কাজ করতে হবে।
ঘ) প্রতিটি শিক্ষার্থীর যেন স্কাউট প্রশিক্ষণ পায়।
বর্ণিতাবস্থায়, উল্লেখিত প্রতিশ্রুতি/নির্দেশনাসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত (১২/২/২০২৩)
মীর তায়েফা সিদ্দিকা
পরিচালক ৭
মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়
ঢাকা, বাংলাদেশ।
No comments
Your opinion here...