ad

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা। (১৩/২/২০২৩)

Views

 





ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা। (১৩/২/২০২৩)

উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের তারিখ ৬/৬/২০১১ খ্রিস্টাব্দে জারিকৃত পরিপত্র মোতাবেক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক থাকা অবস্থায় তাকে ভিন্ন অপর কোন শিক্ষককে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রদান শিক্ষকের দায়িত্ব অর্পণ করা যাবে না। সহকারি প্রধান শিক্ষকের পক্ষে  কোন কারণের দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ অসদাচরণ বলে গণ্য হবে। বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যৈষ্ঠতম সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।

 কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটিকে ম্যানেজ করে প্রধান শিক্ষক নিয়োগ না দিয়ে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন এবং নিজেই প্রধান শিক্ষক হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। 

এমতাবস্থায় সরকার ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব পালন বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত নিয়েছে,

 ১)  সহকারী প্রধান শিক্ষকের একনাগারে  6 মাসের অধিক ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। যদি ছয় মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তাহলে জ্যৈষ্ঠতম তিন জন শিক্ষকের মধ্যে থেকে যেকোনো একজন পরবর্তী ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে। তিনিও যদি ছয় মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দিতে না পারেন তাহলে তিনি ব্যতিত জ্যৈষ্ঠতম ৩ জন শিক্ষকের মধ্যে যে কোন এক জনকে পরবর্তী ছয় মাসের জন্য প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে। 

২) মামলা, মহামারী বা অন্য কোন কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হলে উপরোল্লিখিত নিয়মে ছয় মাস পর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবর্তন করে দায়িত্ব পালন করতে হবে। 

৩) এমপিও নীতিমালা ২০২১ এর ১৩ নং অনুচ্ছেদ অনুযায়ী জ্যৈষ্ঠতম শিক্ষক নির্ধারণ করতে হবে

 ৪)  এক মেয়াদে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করলে পরবর্তী এক বছর পর্যন্ত তিনি আর ভারপ্রাপ্ত হতে পারবেন না। 

৫) ৬ মাসের অধিক ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন এমন যারা আছেন তারা এ আদেশ জারির এক মাসের মধ্যে জোষ্ঠতম তিন জন শিক্ষকের মধ্য হতে যেকোনো একজনকে দায়িত্ব বুঝিয়ে দিবেন। আর ছয় মাস পূর্ণ না হলে ৬ মাস পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

 ৬)  জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

স্বাক্ষরিত 

 মোহাম্মদ মিজানুর রহমান 

উপসচিব।

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

 শিক্ষা মন্ত্রণালয়।





 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.