ad

২০২২-২৩ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি (২৮/১২/২২)।

Views


 ২০২২-২৩ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি (২৮/১২/২২)।

অর্থ ব্যয়ের শর্তাবলীঃ

১) কোন অবস্থাতেই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ ব্যয়/ উত্তোলণ করা যাবে না।

২) এই ব্যয় কোন ক্রমেই সংযুক্ত ছকে বর্ণিত খাত এবং অর্থনৈতিক কোড ব্যতিত অন্য কোনো উপখাত এবং কোডে ব্য করা যাবে না।

৩) সরকারী বিধি বিধান অনুসরণপুর্বক অর্থ ব্যয় করতে হবে।

৪) এই ব্যয়ের যাবতীয় অডিট তার দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তার অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিবা মাত্র পাওয়া যায়।

৫) বরাদ্দকৃত অর্থের ব্যয় বিবরণী অবশ্যই ডিপিই এর Web-based Computerized Accounting System

এ সাত দিনের মধ্যে এন্ট্রি দিতে হবে। অন্যথায় পরবর্তি অর্থ বরাদ্দ দেয়া সনভব হবে না।

৬) প্রযোজ্য ক্ষেত্রে ভাট/আইটি ট্রেজারী চালানের মাধ্যমে সরকারে নির্দিষ্ট খাতে জমা প্রদান করে বিল সমন্ব করতে হবে।

৭) অর্থ ব্যয়ের ক্ষেত্রে একটি বিলের মাধ্যমে জিওবি বাবদ ২৫% ও আরপিএ ৭৫% হারে মোট ব্যয় করতে হবে।























Pdf Download

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.