ad

শিক্ষার্থীদের প্রোফাইল (ইউনিক আইডি) সংক্রান্ত আপডেট_নিউজ।

Views

 


শিক্ষার্থীদের প্রোফাইল (ইউনিক আইডি) সংক্রান্ত #আপডেট_নিউজ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আগামীকাল পাইলটিং উপজেলা হিসেবে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের প্রোফাইলে তথ্য এন্ট্রি করা শুরু হবে। বাকেরগঞ্জ উপজেলার উপবৃত্তির তথ্য স্কুল অনুযায়ী মাইগ্রেশন করা হয়েছে। শুধু বাকেরগঞ্জ উপজেলার জন্য আগামীকাল সার্ভার ওপেন থাকবে। CRVS থেকে এ তথ্য জানানো হয়েছে।
পাইলটিং উপজেলায় সফলভাবে ডাটা এন্ট্রি সম্পন্ন হলে মহাপরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে সারাদেশে একইভাবে ডাটা এন্ট্রির জন্য সার্ভার ওপেন করা হবে।
প্রাক-প্রাথমিক শ্রেণির সকল শিক্ষার্থীর ডাটা নতুন করে এন্ট্রি দিতে হবে। কারণ তাদের তথ্য উপবৃত্তির পোর্টালে নেই। উপবৃত্তির পোর্টাল থেকে ডাটা মাইগ্রেশন করার পরও অনেক শিক্ষার্থীর ডাটা নতুনভাবে এন্ট্রি দিতে হবে এবং নতুন এন্ট্রির পাশাপাশি অনেক ভুল ডাটাও সংশোধন করতে হবে।
শিক্ষার্থীদের প্রোফাইলে জন্ম সনদ এবং পিতা-মাতা ও বৈধ অভিভাবকের এনআইডি অনুযায়ী সঠিকভাবে ডাটা এন্ট্রি করতে হবে।
আপনারা বিদ্যালয়ের শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের তথ্য প্রোফাইলের ফরম অনুযায়ী হার্ড কপিতে সংগ্রহ করে রাখুন। সার্ভার ওপেন হলে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দ্রুত ডাটা এন্ট্রি করতে পারবেন। সেক্ষেত্রে ভোগান্তিও কম হবে, ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ ও শুভ কামনা।
(সংগৃহীত - Helping page on e-Monitoring).

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.