২০২০-২১ অর্থ বছরের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ে প্রদেয় অবিতরণকৃত টাকা সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল একাউন্টের মাধ্যমে সুষ্ঠভাবে বিতরণের লক্ষ্যে অনুষ্ঠিত জুম মিটিং (২৮/০৫/২২)।
Views
২০২০-২১ অর্থ বছরের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ে প্রদেয় অবিতরণকৃত টাকা সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল একাউন্টের মাধ্যমে সুষ্ঠভাবে বিতরণের লক্ষ্যে অনুষ্ঠিত জুম মিটিং (২৮/০৫/২২)।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, মহাপরিচালক (গ্রেড-১), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বর্ণিত সভায় সকল বিভাগীয় উপপরিচালক, সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সকল উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং প্রত্যেক জেলা থেকে ০৩ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার, ০২ জন প্রধান শিক্ষক এবং ০১ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, আগামী ১ সপ্তাহের মধ্যে নগদের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরের অবিতরণকৃত টাকা ও কিট এলাউন্স বিতরণ করা হবে। সকল শিক্ষকগণ অভিভাবদের এ ব্যপারে অবহিত করবেন। প্রয়োজনে নগদ একাউন্টের পিন কোড রিসেট করা যেতে পারে।
মোবাইল একাউন্টে উপবৃত্তির অর্থ প্রাপ্তির পর
PIN/OTP কাউকে কোনো কারণেই হস্তান্তর করা
যাবে না।
মোবাইল একাউন্ট নম্বরে উপবৃত্তির অর্থ সংক্রান্ত
ম্যাসেজ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে টাকা উত্তোলন/
ক্যাশ আউট করতে হবে।
No comments
Your opinion here...