ad

জিপি রাউটার সংযোগ দেয়ার নিয়ম।

Views

 





জিপি রাউটার সংযোগ দেয়ার নিয়ম।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গ্রামীনফোন কোম্পানীর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য Wi-Fi ইন্টারনেট সংযোগ স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে। প্রায় ৪০০০০ বিদ্যালয়ে এজন্য রাউটারসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে। সে সকল রাউটারের মাধ্যমে আপনার বিদ্যালয়ে থাকা ল্যাপটপ/আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ নিয়ে আপনি বিদ্যালয়ের প্রয়োজনীয় সকল অনলাইন কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবেন। তার জন্য আপনাকে আর কোনো কিছুই করতে হবে না।
এক্ষেত্রে_করণীয়সমূহ
👉 রাউটারে দেওয়া সিমটি রেজিষ্ট্রেশন করতে হবে না।
👉 শুধু চার্জিং পোর্টটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে
এর পিছনে থাকা কালো সুইসটি অন করে দিলেই
এটাতে বাতি চলে আসবে।
👉 তারপর রাইটারের উপরে থাকা সুইসটিতে চাপ
দিয়ে ধরে ছেড়ে দিবেন। এখন দেখুন সবগুলো
বাতি অন হয়েছে।
👉 এখন আপনার মোবাইল ফোনের Wi-Fi টিতে চেপে
ধরে ছেড়ে দিন, দেখবেন আপনার রাউটারের নাম
চলে আসবে (যেমনঃ ZTE-MF2.....)।
👉 এখন আপনার কাছে আপনার ল্যাপটপ/মোবাইল
ফোনে Wi-Fi connection এর জন্য পাসওয়ার্ড
চাইবে।
👉 এখন আপনার রাউটারের নিচে দেখুন WLAN
KEY: এর পাশে কিছু সংখ্যা লেখা আছে এটিই
হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড।
👉 এখন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার মোবাইল
ফোনে/বিদ্যালয়ে থাকা ল্যাপটপে Wi-Fi
connection নিয়ে আপনিসহ আপনার বিদ্যালয়ের
সবাই ইন্টারনেট সংযোগের মাধ্যমে ইন্টারনেট
ব্যবহার করতে পারবেন।
👉 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে গ্রামীণফোন
কোম্পানির ১ বছরের চুক্তি হয়েছে, যার ফলে
আপনি এই রাউটারে থাকা সিমটি থেকে ১ বছর
আন-লিমিটেড অর্থাৎ কোনো ধরনের খরচ ছাড়াই
ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
👉 ভবিষ্যতে ZTE 4G Wireless Router থেকে
ইন্টারনেট ব্যালেন্সসহ অন্যান্য ব্যালেন্স দেখতে হলে
প্রথমে রাউটার থেকে মোবাইল/ল্যাপটপে সংযোগ
দিয়ে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে
সার্চবারে লিংকটি (http://192.168.0.1) লিখে
Go/Enter বাটনে ক্লিক করতে হবে। এরপর লগইন
পেজ আসার পর ডিফল্ট পাসওয়ার্ড (admin) বা
পরিবর্তনকৃত পাসওয়ার্ড দিয়ে Login বাটনে ক্লিক
করতে হবে। লগইন হওয়ার পর যে পেজ আসবে
সেই পেজের নিচের দিকে ডানপাশে USSD বাটনে
ক্লিক করতে হবে। USSD বাটনে ক্লিক করার পর যে
পেজ আসবে সেই পেজের বক্সের ভিতরে টাকার
ব্যালেন্স জানার জন্য *566# এবং ইন্টারনেট
ব্যালেন্স জানার জন্য *121*1# লিখে Send বাটনে
ক্লিক করতে হবে। তারপর পরবর্তী নির্দেশনার জন্য
অপেক্ষা করতে হবে। এছাড়া ইন্টারনেট প্যাক
সম্পর্কে জানতে *121*3# লিখে Send বাটনে
ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে।

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.