সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদের সেবামূল্য প্রদানে বিভ্রান্তি নিরসন প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি (১৭/০২/২২)।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদের সেবামূল্য প্রদানে বিভ্রান্তি নিরসন প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি (১৭/০২/২২)।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে আউটসোর্সিং এর মাধ্যমে চুক্তিভিত্তিক জনবল সংগ্রহের সংশোধিত নীতিমালা এর আলোকে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদটি আউটসোর্সিং পদ। নীতিমালা অনুযায়ী ইহা কোন সরকারি বেতনধারী চাকুরী বা পদ নয়। এসব কর্মী সেবামূল্য চুক্তি দ্বারা নির্ধারিত। তাই যতদিন কাজ করবেন ততদিনে সেবামূল্য চুক্তি মোতাবেক প্রাপ্য হবেন। এক্ষেত্রে মামলা বা অন্য কোন কারণে কাজ বা সেবা না দিয়ে থাকলে সেবামূল্য দেয়ার কোন সুযোগ নেই। চুক্তি অনুসারে প্রকৃত সেবা দানের তারিখ হতে যে কয়দিন সেবা দিয়েছেন সে কয়দিনে সেবামূল্য পাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের সেবামূল্য প্রদানে বিভ্রান্তি দূর করার জন্য এবং সেবামূল্য প্রদানে জটিলতা নিরসনের জন্য নির্দেশক্রমে অবহিত করা হলো।
No comments
Your opinion here...