ad

ই-প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষকের তথ্যসহ বিদ্যালয়ের সকল তথ্য হালফিলের প্রাশিঅ এর জরুরি তাগিদপত্র।(০৩/১২/২০২০)

Views

 


ই-প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষকের তথ্যসহ বিদ্যালয়ের সকল তথ্য হালফিলের DPE এর জরুরি তাগিদপত্র।(০৩/১২/২০২০)

Urgent Urgent Letter of DPE of Halfil all school information including teacher information in e-primary school system.(03/12/2020)

সকলের অবগতির​ জন্য

অনলাইনে শিক্ষক বদলী কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নিমিত্তে সফটওয়ার প্রস্তুত করা হচ্ছে।​ এটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য ই-প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষকগণের ব্যক্তিগত সকল তথ্য হালফিল থাকা আবশ্যক। এছাড়া সকল শিক্ষক জানুয়ারি ২০২১ হতে ইএফটি (EFT) এর মাধ্যমে​ বেতন ভাতা প্রাপ্ত হবেন। এর কার্যক্রম ও চলমান।


​ কাজগুলি সুষ্ঠভাবে বাস্তায়নের নিমিত্তে


*​ইএফটি (EFT) ফরমে​ ব্যবহৃত মোবাইল নম্বরটি ই-প্রাইমারির ব্যক্তিগত প্রোফাইলে ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

* এবং ই-প্রাইমারি সফটওয়ারের শিক্ষক তথ্যের​ ২য় পাতায় “বর্তমান বিদ্যালয়ে​ যোগদানের তারিখ” সংযোজন করা হয়েছে।


তথ্যগুলি​ জরুরিভিত্তিতে হালফিলের​ জন্য অনুরোধ করা হলো।

আপনি নিজেই আপনার Android Mobile Phone দিয়ে আপনার Payfixation, ই-প্রাইমারি স্কুল সিষ্টেমসহ বিভিন্ন তথ্য আপডেট/আদান প্রদান করতে পারেন।
আপনি প্রথমে www.dpe.gov.bd তে যাবেন, এরপর ই-প্রাইমারী, এরপর আপনার বিভাগ, এরপর আইডি ও পার্সওয়ার্ট (স্কুল কোড আইডি, dpe123 পার্সওয়ার্ট,যদি পাল্টিয়ে না থাকে কেউ) দিবেন, এরপর তথ্য গুলো সব দেখতে পাবেন। আপনি ফোন/ল্যাপটপ/কম্পিউটারে এ কাজটি অতি সহজেই এডিট করে সংরক্ষণ করতে পারবেন।
#বিঃদ্রঃ-পে-ফিক্সেশন, ই-প্রাইমারী, ব্যাংক হিসাব ও ইএফটি ফর্মে একটাই মোবাইল নম্বর ব্যবহার করবেন, যা নিজ নিজ নামে রেজিষ্ট্রেশন করা।


Watch this video***************************************



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.