ই-প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষকের তথ্যসহ বিদ্যালয়ের সকল তথ্য হালফিলের প্রাশিঅ এর জরুরি তাগিদপত্র।(০৩/১২/২০২০)
ই-প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষকের তথ্যসহ বিদ্যালয়ের সকল তথ্য হালফিলের DPE এর জরুরি তাগিদপত্র।(০৩/১২/২০২০)
Urgent Urgent Letter of DPE of Halfil all school information including teacher information in e-primary school system.(03/12/2020)
সকলের অবগতির জন্য
অনলাইনে শিক্ষক বদলী কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নিমিত্তে সফটওয়ার প্রস্তুত করা হচ্ছে। এটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য ই-প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষকগণের ব্যক্তিগত সকল তথ্য হালফিল থাকা আবশ্যক। এছাড়া সকল শিক্ষক জানুয়ারি ২০২১ হতে ইএফটি (EFT) এর মাধ্যমে বেতন ভাতা প্রাপ্ত হবেন। এর কার্যক্রম ও চলমান।
কাজগুলি সুষ্ঠভাবে বাস্তায়নের নিমিত্তে
*ইএফটি (EFT) ফরমে ব্যবহৃত মোবাইল নম্বরটি ই-প্রাইমারির ব্যক্তিগত প্রোফাইলে ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
* এবং ই-প্রাইমারি সফটওয়ারের শিক্ষক তথ্যের ২য় পাতায় “বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ” সংযোজন করা হয়েছে।
তথ্যগুলি জরুরিভিত্তিতে হালফিলের জন্য অনুরোধ করা হলো।
Watch this video***************************************
No comments
Your opinion here...