ad

নেপ এর তত্ত্বাবধানে পিটিআইসমূহে রিসার্চ হাব -এ অন্তর্ভুক্তির জন্য আগ্রহী গবেষকগণের আবেদন প্রেরণ প্রসঙ্গে চিঠি (০২/১২/২০)।

Views

 

নেপ এর তত্ত্বাবধানে পিটিআইসমূহে রিসার্চ হাব -এ অন্তর্ভুক্তির জন্য আগ্রহী গবেষকগণের আবেদন প্রেরণ প্রসঙ্গে চিঠি (০২/১২/২০)।

নেপ এর তত্ত্বাবধানে পিটিআইসমূহে রিসার্চ হাব গঠন করা হয়েছে। রিসার্চ হাব এর সদস্যগণকে গবেষণা বিষয়ক প্রশিক্ষণ এবং নেপ এর বিভিন্ন গবেষণার সাথে সংশ্লিষ্ট করা হবে। নেপ এর মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহ আলম গত ২ ডিসেম্বর ২০২০ এ সংক্রান্ত নি‍‍র্দেশনা প্রদান করেন।
রিসার্চ হাবে সংযুক্তির লক্ষ্যে আগ্রহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট, ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগকে সংযুক্ত আবেদন ফরম পূরণ পূর্বক আগামী ৩০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে nape.research@gmail.com ই-মেইল ঠিকানায় সরাসরি আবেদন প্রেরণ করতে হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)- এর তত্ত্বাবধানে পিটিআইসমূহে রিসার্চ হাব গঠন করা হয়েছে। রিসার্চ হাব এর সদস্যগণকে গবেষণা বিষয়ক প্রশিক্ষণ এবং নেপ এর বিভিন্ন গবেষণার সাথে সংশ্লিষ্ট করা হবে। নেপ এর মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহ আলম গত ২ ডিসেম্বর ২০২০ এ সংক্রান্ত নি‍‍র্দেশনা প্রদান করেন।
রিসার্চ হাবে সংযুক্তির লক্ষ্যে আগ্রহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট, ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী ইউআরসি ইন্সট্রাক্টর, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগকে সংযুক্ত আবেদন ফরম পূরণ পূর্বক আগামী ৩০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে nape.research@gmail.com ই-মেইল ঠিকানায় সরাসরি আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো।







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.