অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন।
Views
অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন।
অতিরিক্ত গ্রহীত অর্থ কোন কোডে ফেরত দিবো এটা নিয়ে দ্বিধা দন্ডে পড়ে যাই। বেশির ভাগ ক্ষেত্রে বেতন বা বাড়ি ভাড়া অতিরিক্ত গ্রহণ করা হয়। এটি পরবর্তীতে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে।
- ভ্যাট কোড: ১-১১৩৩-০০১৫-০৩১১
- আয়কর কোড: ১-১১৪১-০০০৫-০১১১
- বাসা ভাড়া বা বাড়ি ভাড়া জমা দেয়ার কোড: ১-৩২৩৭-০০০০-২১১১
# সাধারণত আমরা আমাদের বিভিন্ন ভুলের কারণে অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকি। অতিরিক্ত বা অনিয়মিতভাবে গৃহীত অর্থ সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ফেরত দিতে হয়। কোন কোডে কিভাবে জমা দিবে নিচে দেওয়া হলো।
- সাংবিধানিক-মন্ত্রণালয়-প্রাতিষ্ঠানিক-অর্থনৈতিক কোড
- ১-৩৩০১-০০০১-২৬৭১
অতিরিক্ত গৃহীত অর্থ জমা না দিয়ে অডিট কাকে ধরবে?
যার ভুলেই অতিরিক্ত গ্রহণ করে থাকেন না কেন। অথবা ইচ্ছাকৃত ভাবেও যদি আপনি অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকেন তা উৎসব ভাতা, ভ্রমণ ভাতা বা যে কোন ভাতাই হোক তা আপনাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অডিট কর্তৃপক্ষ অডিট আপত্তি দিবে সরাসরি আপনার নামে, এখানে অফিস কোন ভাবেই দায়বদ্ধ থাকে না। অতিরিক্ত অর্থ জমাদনের নমুনা চালান দেখে নিন।
No comments
Your opinion here...