সরকারি বা সাপ্তাহিক ছুটি দুই পাশে লাগিয়ে নৈমিত্তিক ছুটি নেয়া যাবে না।
Views
সরকারি বা সাপ্তাহিক ছুটি দুই পাশে লাগিয়ে নৈমিত্তিক ছুটি নেয়া যাবে না।
নৈমিত্তিক ছুটি চাকুরী বিধিমালা স্বীকৃত ছুটি নয় এবং নৈমিত্তিক ছুটিজনিত অনুপস্থিতিকে কাজে অনুপস্থিতি হিসাবে গণ্য করা হয় না। বাংলাদেশ চাকুরী বিধিমালার প্রথম খন্ডের ১৯৫ নং বিধির টীকা ২-এ উলেলখিত শর্ত সাপেক্ষে এইরূপ ছুটি মঞ্জুর করা হয়। এই ধরণের ছুটিতে অনুপস্থিত কর্মকর্তার কর্মদায়িত্ব পালনের জন্য কোন বদলীর (Substitute) ব্যবস্থা করা হইবে না। তাই নৈমিত্তিক ছুটি ভোগকারী কর্মকর্তার অনুপস্থিতির কারণে যদি জনস্বার্থ ক্ষুন্ন হয় তাহা হইলে ছুটি প্রদানকারী ও ছুটি ভোগকারী কর্মকর্তা উভয়েই দায়ী থাকিবেন।
>নৈমিত্তিক ছুটি কর্মকাল হিসাবে গন্য হয়।
>জনস্বার্থে যখন তখন নেয়া যাবে না।
>সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটি দুই পাশে লাগোয়া থাকা যাবে না।
>বিশেষ ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি সবোর্চ্চ ১০ দিন নেয়া যেতে পারে।
>এটা কোন অধিকার নয়।
>দুই পাশে ছুটি লাগিয়ে মধ্যবর্তী ছুটি নিলে বন্ধের দিনও ছুটি হিসাবে গন্য হবে।
বিস্তারিত জানতে ডাউনলোড করুন: