প্রধান শিক্ষকদের জন্য ই-প্রাইমারী স্কুল সিস্টেম সংক্রান্ত নির্দেশনা
Views
প্রধান শিক্ষকদের জন্য ই-প্রাইমারী স্কুল সিস্টেম সংক্রান্ত নির্দেশনা
আপনি যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত
ই-প্রাইমারী স্কুল সিস্টেমে আপনিসহ আপনার সকল শিক্ষকের তথ্য হালফিল
থাকেন, তাহলে অন্যান্য সকল কাজের পাশাপাশি আরো একটি দায়িত্ব হলো
ই-প্রাইমারী স্কুল সিস্টেমে আপনিসহ আপনার সকল শিক্ষকের তথ্য হালফিল রাখা।
** হালফিল আছে কিনা সেটা জানার জন্য [www.dpe.gov.bd](http://www.dpe.gov.bd/) তে প্রবেশ করে ই-প্রাইমারী স্কুল সিস্টেম এ ক্লিক করে নিজ বিদ্যালয়ের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। শিক্ষক ব্যবস্থাপনাম্যানু এর শিক্ষক শিক্ষিকার তথ্য সাব মেনুতে গিয়ে শিক্ষকদের নাম দেখা যাবে। পাসওয়ার্ড উপজেলা শিক্ষা অফিস হতে সংগ্রহ করবেন। নতুন শিক্ষকের তথ্য এখান থেকে এন্ট্রি করা যাবে যদি পূর্বে দেশের অন্য কোনো বিদ্যালয়ে তার তথ্য এন্ট্রি না হয়ে থাকে।
** শিক্ষকদের বিস্তারিত তথ্য দেখা বা প্রিন্ট করার জন্য শিক্ষক/শিক্ষিকার তথ্য প্রিন্ট করুন অপশনে যেতে হবে।
সবচেয়ে জরুরী বিষয় হলো:
** আপনিসহ আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষক যদি অন্য কোনো বিদ্যালয় হতে আপনার বিদ্যালয়ে বদলি হয়ে এসে থাকেন তার তথ্য অনলাইনে পূর্বের বিদ্যালয় হতে আপনার বিদ্যালয়ে বদলির ব্যবস্থা করা আপনার দায়িত্ব।
** বদলি হয়ে আসা শিক্ষককে কোনোভাবেই নতুন করে তথ্য এন্ট্রি করতে দেওয়া যাবেনা যদি পূর্বের বিদ্যালয়ে কিংবা তারও পূর্বের বিদ্যালয়ে সেই শিক্ষকের তথ্য এন্ট্রি করা থাকে।
** আপনার বিদ্যালয় হতে যদি কেউ বদলি হয়ে চলে গিয়ে থাকে তার তথ্য কোনোক্রমেই ডিলিট করা যাবেনা। দয়া করে আপনি নতুন বিদ্যালয়ে তাঁকে তথ্য বদলিতে সহায়তা করুন।
** পদায়ন অপশন হতে অবসর/পিআরএল/অন্যান্য/মৃত্যুবরণ এই অপশন ব্যবহার করে অদৃশ্য করা যাবেনা। যদিও এই কাজটি করার সুযোগ আপনার নেই তবুও যাদের এখতিয়ার আছে (উপজেলা শিক্ষা অফিস) তাদেরকে অনুরোধ করতে হবে এটা না করার জন্য।
** অনলাইনে তথ্য বদলির কাজটি উপজেলার ভিতরে হলে উপজেলা শিক্ষা অফিস, জেলার ভিতরে হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিভাগের ভিতরে হলে বিভাগীয় উপপরিচালকের অফিস, বিভাগের বাইরে হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর করবে। তাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
** উপজেলা ভিতরের বদলি ব্যতিত অন্যান্য বদলির ক্ষেত্রে কোনো সমস্যা হলে ফেসবুক হেল্প গ্রুপের সহায়তা নেওয়া যাবে। উপজেলার ভিতরের বদলির বিষয়ে গ্রুপে পোস্ট না দেয়াই ভালো।
** এ বিষয়ে সমস্যা হলে সংশ্লিষ্ট এইউইও, ইউইও অথবা প্রতি জেলায় একজন ফোকাল পারসন রয়েছেন (এডিপিইও) উনার সাথে যোগাযোগ করতে হবে।
প্রধান শিক্ষকদের জন্য ই-প্রাইমারী স্কুল সিস্টেম সংক্রান্ত নির্দেশনা
আপনি যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত
ই-প্রাইমারী স্কুল সিস্টেমে আপনিসহ আপনার সকল শিক্ষকের তথ্য হালফিল
থাকেন, তাহলে অন্যান্য সকল কাজের পাশাপাশি আরো একটি দায়িত্ব হলো
ই-প্রাইমারী স্কুল সিস্টেমে আপনিসহ আপনার সকল শিক্ষকের তথ্য হালফিল রাখা।
** হালফিল আছে কিনা সেটা জানার জন্য [www.dpe.gov.bd](http://www.dpe.gov.bd/) তে প্রবেশ করে ই-প্রাইমারী স্কুল সিস্টেম এ ক্লিক করে নিজ বিদ্যালয়ের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। শিক্ষক ব্যবস্থাপনাম্যানু এর শিক্ষক শিক্ষিকার তথ্য সাব মেনুতে গিয়ে শিক্ষকদের নাম দেখা যাবে। পাসওয়ার্ড উপজেলা শিক্ষা অফিস হতে সংগ্রহ করবেন। নতুন শিক্ষকের তথ্য এখান থেকে এন্ট্রি করা যাবে যদি পূর্বে দেশের অন্য কোনো বিদ্যালয়ে তার তথ্য এন্ট্রি না হয়ে থাকে।
** শিক্ষকদের বিস্তারিত তথ্য দেখা বা প্রিন্ট করার জন্য শিক্ষক/শিক্ষিকার তথ্য প্রিন্ট করুন অপশনে যেতে হবে।
সবচেয়ে জরুরী বিষয় হলো:
** আপনিসহ আপনার বিদ্যালয়ের কোনো শিক্ষক যদি অন্য কোনো বিদ্যালয় হতে আপনার বিদ্যালয়ে বদলি হয়ে এসে থাকেন তার তথ্য অনলাইনে পূর্বের বিদ্যালয় হতে আপনার বিদ্যালয়ে বদলির ব্যবস্থা করা আপনার দায়িত্ব।
** বদলি হয়ে আসা শিক্ষককে কোনোভাবেই নতুন করে তথ্য এন্ট্রি করতে দেওয়া যাবেনা যদি পূর্বের বিদ্যালয়ে কিংবা তারও পূর্বের বিদ্যালয়ে সেই শিক্ষকের তথ্য এন্ট্রি করা থাকে।
** আপনার বিদ্যালয় হতে যদি কেউ বদলি হয়ে চলে গিয়ে থাকে তার তথ্য কোনোক্রমেই ডিলিট করা যাবেনা। দয়া করে আপনি নতুন বিদ্যালয়ে তাঁকে তথ্য বদলিতে সহায়তা করুন।
** পদায়ন অপশন হতে অবসর/পিআরএল/অন্যান্য/মৃত্যুবরণ এই অপশন ব্যবহার করে অদৃশ্য করা যাবেনা। যদিও এই কাজটি করার সুযোগ আপনার নেই তবুও যাদের এখতিয়ার আছে (উপজেলা শিক্ষা অফিস) তাদেরকে অনুরোধ করতে হবে এটা না করার জন্য।
** অনলাইনে তথ্য বদলির কাজটি উপজেলার ভিতরে হলে উপজেলা শিক্ষা অফিস, জেলার ভিতরে হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিভাগের ভিতরে হলে বিভাগীয় উপপরিচালকের অফিস, বিভাগের বাইরে হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর করবে। তাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
** উপজেলা ভিতরের বদলি ব্যতিত অন্যান্য বদলির ক্ষেত্রে কোনো সমস্যা হলে ফেসবুক হেল্প গ্রুপের সহায়তা নেওয়া যাবে। উপজেলার ভিতরের বদলির বিষয়ে গ্রুপে পোস্ট না দেয়াই ভালো।
** এ বিষয়ে সমস্যা হলে সংশ্লিষ্ট এইউইও, ইউইও অথবা প্রতি জেলায় একজন ফোকাল পারসন রয়েছেন (এডিপিইও) উনার সাথে যোগাযোগ করতে হবে।