ভ্রমন ভাতা গেজেট-২০১৬
Views
ভ্রমন ভাতা গেজেট-২০১৬ (সর্বশেষ আলোচনা সহ)
জনস্বার্থে বদলী ছাড়া কোন কর্মকর্তা ভ্রমন ভাতা প্রাপ্য হবেন না অর্থাৎ আবেদন বা প্রশাসনিক বদলী হলে ভ্রমন ভাতা দাবী করা যায় না।
এছাড়াও বদলীজনিত ভ্রমনভাতার জন্য বরাদ্দ থাকতে হবে। আর যেখানে রেল যোগাযোগ বিদ্যমান সেখানে সরকপথে ভ্রমন দেখিয়ে ভাতা দাবী করা যায় না।
ভ্রমণ ভাতা কি?
সাধারণ সরকারি কর্মচারীগণ সরকারি কাজে কোথাও গেলে, ট্রেনিং বা বদলি জনিত কারণে ভ্রমণ ভাতা ২০১৬ মোতাবেক ভ্রমণ ভাতা বিলের মাধ্যমে ব্যয়কৃত অর্থ গ্রহণ করে থাকে।
ভ্রমণ ভাতা বিল পেতে কি করতে হয়?
ভ্রমণ ভাতা বিল পেতে প্রথমে ভ্রমণ শেষে দপ্তর প্রধান বরাবর ভ্রমণ বৃত্তান্ত পেশ করতে হয়। ভ্রমণ বৃত্তান্ত অনুমোদন হলে ভ্রমনের বিলের ফরমে ভ্রমণের বিস্তারিত বিবরণ সহ ভ্রমণ বিল পেশ করবেন।
সার সংক্ষেপ:
- ডিএ ভাতা নির্ধারণে শ্রেণী প্রাপ্য খেয়াল করতে হয়।
- বাস ভাড়ার ক্ষেত্রে দিগুন হারে পাবে এবং অন্যান্য ক্ষেত্রে বিধি অনুসরণ করতে হবে।
- পথ বাড়ার ক্ষেত্রে গ্রেড বা মূল বেতন লক্ষ্যনীয়।
- ফরমে তথ্য টাইপ করা হলেও চলবে।
ভ্রমণ বিলের বৃত্তান্ত নমুনা পাব কোথায়?
ভ্রমণ শেষে ভ্রমন বিলে বৃত্তান্ত হাতে লিখে পেশ করতে পারেন বা কম্পিউটারে কম্পোজ করেও পেশ করতে পারেন। ট্রেনিং শেষে ভ্রমণ বৃত্তান্ত নমুনা সংগ্রহ করে নিতে পারেন: ডাউনলোড। বদলিজনিত ভ্রমণ বিল করে কর্মকর্তা/কর্মচারীদের ভ্রমণ বৃত্তান্ত নমুনা: ডাউনলোড
এজি অফিসে থেকে প্রাপ্ত ভ্রমণ বিলের নির্ধারিত ফরমেই বিল করতে হবে নাকি কম্পিউটারে প্রিন্ট করেও করা যাবে?
হাতে লিখেও তৈরি করা যাবে। আবার আপনি চাইলে ওয়ার্ড বা এক্সেলে তৈরি করে প্রিন্ট করে নিতে পারেন। আপনি আপনাকে পিডিএফ ও এক্সেল দুটি ফরমেটই সরবরাহ করছি। ভ্রমণ বিলের PDF কপি গেজেটেড সরকারি কর্মকর্তা: ডাউনলোড । ভ্রমণ বিলের PDF কপি নন গেজেটেড : ডাউনলোড
নন গেজেটেড কর্মচারীদের জন্য ভ্রমণ বিলের Excel কপি সংগ্রহ করে নিতে পারেন: ডাউনলোড
DA (Dearness Allowance) কিভাবে ধরতে হয়?
ডি/এ হিসাব করার ক্ষেত্রে স্বরণ রাখতে হবে যাত্রা পথের জন্য ১/২ (অর্ধেক) ডি/এ ধরতে হবে এবং ফিরতি পথের জন্য যাত্রা কালের জন্য ১/২ (অর্ধেক) ডি/এ ধরতে হবে। কোন স্থানে রাত্রি যাপন করলে ১টি ডি/এ ধরতে হবে। খেয়াল রাখতে হবে কোন ভাবে একই দিন যেন দুটি ডি/এ ধরা না হয়।
টি/এ (Travelling Allowance) বা ভ্রমন ভাতা কিভাবে ধরতে হয়?
বদলিজণিত ভ্রমণ ছাড়া যে কোন প্রকার ভ্রমণের জন্য প্রকৃত ব্যয়ের দ্বিগুণ হারে ভ্রমণ ভাতা হিসাব করতে হবে। বদলি জনিত ভ্রমণ বিলের টি/এ হিসাব আলাদা ভাবে করতে হয়। বিস্তারিত জানতে ভ্রমণ ভাতার গেজেট দেখুন।
সরকারি কর্মচারীদের ভ্রমণ ভাতা গেজেট ২০১৬ PDF সংগ্রহে রাখতে পারেন:ডাউনলোড