ad

আমার হৃদয়য়ের পিন্জিরার পোষা পাখিরে গান, লিরিক ও কারাওকে amar ridoyer pinjirar posha pakhi re song, lyric and karaoke download

Views


আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।। 2 
তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, 
কার পোষা পাখি , কাজল বরন আঁখি, 
রক্ত জবার মত তোমার মুখ।
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।
music
প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি,...........
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।।2
 আমি  জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি,
 জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি,
বানতাম না আর তোর আশায় বুক।
আমারে কান্দাইয়া পাও কি সুখ
music
আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।। 2
 আমি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি,
জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি,
দেখতাম না আর তোর মায়া মুখ।
আমারে কান্দাইয়া পাও কি সুখ 
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে,
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।। 2 
তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, 
কার পোষা পাখি , কাজল বরন আঁখি, 
রক্ত জবার মত তোমার মুখ।
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।

আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।।
তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা,
ডুবে যায় যে তোমার বেলা
তোমার আশায় পাইলাম না ঐ সুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।
...





....


mp3 download  



Theme images by fpm. Powered by Blogger.