ad

WSIS Prizes-2019 ভোট দিলাম , আপনিও ভোট দিন। আগামীকাল ১০ ফেব্রুয়ারি শেষ দিন। আপনার একটি ভোটে পৃথিবীর বুকে বাংলাদেশের নামটি শ্রদ্ধাভরে উচ্চারিত হবে। (With WSIS Award 2019 Voting Process)

Views

আমি WSIS এর ভোট সম্পন্ন করেছি, আপনি করেছেন তো?
ভোট দেয়ার শেষ সময় ১০ ফেব্রুয়ারি ২০১৯। 
ভোট দেয়ার জন্য যা লাগবেঃ
১। ইমেইল আইডি 
২। ইন্টারনেট সংযোগ
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইটিইউ (ITU) প্রতি বছর তথ্য-প্রযুক্তি খাতে World Summit on Information Society (WSIS) অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। ৭ নং ক্যাটাগরিতে    e- pension and digital service book system for primary school teacher অবশ্যই ভোট দিবেন।   মনোনীত বাংলাদেশ থেকে সর্বমোট ১৩ টি ডিজিটাল সেবার উদ্যোগ মনোনীত হয়েছে WSIS Prize 2019 পুরস্কারের জন্যে।  মাটি ও দেশ মাতৃকার জন্য নিজের ভালোবাসা দিয়ে জিতিয়ে দিব বাংলাদেশকে। জীবনের মূল্যবান ৫ মিনিট সময় দান করতে হবে দেশের নাম উজ্জ্বল করতে। আপনার একটি ভোটে পৃথিবীর বুকে বাংলাদেশের নামটি শ্রদ্ধাভরে উচ্চারিত হবে। বিশ্ব দরবারে বাংলাদেশকে জিতিয়ে দিতে ভোট করতে হবে ১৩ টি ডিজিটাল সেবার উদ্যোগকে।
আমাদের ১৩ টি ক্যাটাগরি সহ মোট ১৮ টি ক্যাটাগরিতে ভোট দেওয়া সম্পন্ন হয়েছে(বিশেষ করে  ৭  নং ক্যাটাগরি)।
বিশ্ব দরবারে বাংলাদেশকে জিতিয়ে দিতে ভোট করতে হবে ১৩ টি ডিজিটাল সেবার উদ্যোগকে।
জয় আমাদের হবেই ইনশাল্লাহ।
তিনটি সহজ ধাপ (আমার প্রাপ্ত ই মেইল এড্রেস থেকে কপি করে দেওয়া হল )
১. আপনার নামটি রেজিস্টার করুন এই লিংকে। https://bit.ly/2scRrX3 (মনে রাখবেন পাসওয়ার্ড এ একটি ক্যাপিটাল লেটার এবং একটি চিহ্ন দিতে হবে।)
২. আপনার ইমেইল ইনবক্স থেকে রেজিস্ট্রেশন কনফার্ম করুন এবং লগ ইন করুন। https://www.itu.int/net4/wsis/stocktaking/Account/Login
৩. লিংক থেকে বিভিন্ন ক্যাটাগরি তে ভোট প্রদান করুন https://www.itu.int/net4/wsis/stocktaking/Prizes/2019/Vote#s
WSIS Award 2019_Voting Process: https://youtu.be/JFsYXsJ58_g
২,৩,৪,৬,৭,৮,৯,১০,১১,১২,১৩,১৭,১৮ নং ক্যাটাগরি সহ মোট ১৮ টি ক্যাটাগরিতে ভোট দিন।
বিঃদ্রঃ প্রাথমিক শিক্ষকেরা ৭ নং ক্যাটাগরির e- pension and digital service book system for primary school teacher অবশ্যই ভোট দিবেন। 
ভিডিওতে expatriate  আছে।

ভোট দিতে পারবেন ১০ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত। 
আপনার একটি ভোটে জিতে যাবে বাংলাদেশ। ডিজিটাল সেবার উদ্যোগগুলোর তালিকাটি সংযুক্ত করা হলো। প্রয়োজনে যোগাযোগ করুন: 333
প্রয়োজনে ভিডিও দেখে সহযোগিতা নিন।

WSIS Award 2019 Voting Process


Theme images by fpm. Powered by Blogger.