Laptop এবং EPSON/Hitachi/Vivitek Projector ব্যবহারের নিয়মাবলি/নির্দেশিকা
Views
Laptop ব্যবহারের নিয়মাবলি/নির্দেশিকা
1) প্রথমে ব্যাটারী ফুল র্চাজ দিতে হবে।
2) বিদ্যুৎ চলে গেলে কোন অবস্থাতেই ব্যাটারি লাইন
ডিসকানেক্ট করা যাবে না। 30% চার্জ থাকতে কাজ বন্ধকরতে হবে।
3) ভবনে ইলেকট্রিসিটি গ্রাউন্ডিং থাকতে হবে।
4) থ্রীপিন রেকট্যাংগেল সকেট ব্যবহার করতে হবে।
5) বিদ্যুৎ থাকাকালীন
সময়ে ল্যাপটপ কানেকশন দিয়ে চালাতে হবে।
৬) ল্যাপটপ ৪/৫ দিন বা তার বেশি দিন বন্ধ রাখতে হলে ব্যাটারি খুলে রাখতে হবে।
৭) ল্যাপটপের সাথে একটি অতিরিক্ত এডাপ্টার ও একটি মাউস প্রদান করা হয়েছে যা সযত্নে সংরক্ষণ করতে হবে।
৮) ল্যাপটপের সাথে কী গার্ড সহ এন্টিভাইরাস এবং অন্যান্য সফ্টওয়ারের সিডি দেয়া আছে।এম এস অফিস সফ্টওয়ারের এক্টিভেশন কী এবং সফ্টকপি ল্যাটপের ডেস্কটপে দেয়া আছে। এগুলোর সংরক্ষণ করতে হবে।
9)দিনের বেলায় ল্যাপটপ বিদ্যুৎবিহীন চালালে রাতে ব্যাটারি ফুল চার্জ দিতেহবে।
১০) ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মেইনটেনান্স সংক্রান্ত কোন রকম সমস্যা হলে dpe এর ওয়েবসাইটসাইট www. dpe.gov.bd এ আইসিটি মেইনটেনান্ন্স বিভাগকে অবহিত করতে হবে। সরবরাহকারী প্রতিষ্ঠানে যোগাযোগের ঠিকানাসহ যাবতীয় তথ্য জানা যাবে। প্রয়োজনে সরবরাহকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ডিপিই অফিসে এসে সমাধান করবে।
১১) উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং অফিস সফ্টওয়ারের লাইসেন্স একটিভেট সংক্রান্ত কোন সম্যস্যা দেখা দিলে সরাসরি অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) তে যোগাযোগ করতে হবে।
১২) ওয়ারেন্টি সময়ের মধ্যে স্থানীয়ভাবে কোন ব্যক্তির দ্বারা ল্যাপটপের কোন সফ্টওয়ার এর কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রজেক্টর ব্যবহারের নিয়মাবলি/নির্দেশিকা
৬) ল্যাপটপ ৪/৫ দিন বা তার বেশি দিন বন্ধ রাখতে হলে ব্যাটারি খুলে রাখতে হবে।
৭) ল্যাপটপের সাথে একটি অতিরিক্ত এডাপ্টার ও একটি মাউস প্রদান করা হয়েছে যা সযত্নে সংরক্ষণ করতে হবে।
৮) ল্যাপটপের সাথে কী গার্ড সহ এন্টিভাইরাস এবং অন্যান্য সফ্টওয়ারের সিডি দেয়া আছে।এম এস অফিস সফ্টওয়ারের এক্টিভেশন কী এবং সফ্টকপি ল্যাটপের ডেস্কটপে দেয়া আছে। এগুলোর সংরক্ষণ করতে হবে।
9)দিনের বেলায় ল্যাপটপ বিদ্যুৎবিহীন চালালে রাতে ব্যাটারি ফুল চার্জ দিতেহবে।
১০) ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মেইনটেনান্স সংক্রান্ত কোন রকম সমস্যা হলে dpe এর ওয়েবসাইটসাইট www. dpe.gov.bd এ আইসিটি মেইনটেনান্ন্স বিভাগকে অবহিত করতে হবে। সরবরাহকারী প্রতিষ্ঠানে যোগাযোগের ঠিকানাসহ যাবতীয় তথ্য জানা যাবে। প্রয়োজনে সরবরাহকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ডিপিই অফিসে এসে সমাধান করবে।
১১) উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং অফিস সফ্টওয়ারের লাইসেন্স একটিভেট সংক্রান্ত কোন সম্যস্যা দেখা দিলে সরাসরি অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) তে যোগাযোগ করতে হবে।
১২) ওয়ারেন্টি সময়ের মধ্যে স্থানীয়ভাবে কোন ব্যক্তির দ্বারা ল্যাপটপের কোন সফ্টওয়ার এর কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রজেক্টর ব্যবহারের নিয়মাবলি/নির্দেশিকা
১) ভবনে ইলেকট্রিসিটি গ্রাউন্ডিং থাকতে হবে।
২) থ্রীপিন রেকট্যাংগেল সকেট ব্যবহার করতে হবে।
৩) মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রতি ১ ঘন্টা চালানোর ১৫ মিনিট বিরতি দিয়ে পুনরায় চালু করতে হবে।
৪) মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাথে একটি রিমোট কন্ট্রোল ও লেজার পয়েন্টার আছে।তাছাড়া অতিরিক্ত একটি ৩০ ফুট আরজিবি ক্যাবল, একটি ২৫ ফুট পাওয়ার স্ট্রিপ ৩ সেট রিমোট কন্ট্রোলের ব্যাটরি দেয়াছে।
৫) মাল্টিমিডিয়া প্রজেক্টরের ইলেকট্রিসিটি সুইচ সরাসরি বন্ধ করা যাবে না। প্রজেক্টরর পাওয়ার অন/অফ সুইচ পরপর ২ বার প্রেস করতে হবে তারপর ১০ সেকেন্ড পর প্রজেক্টর অটোমেটিক বন্ধ হবে। তখন ইলেকট্রিসিটি বন্ধ করতে হবে। যদি কখনও বিদ্যুৎ চলে যায় তৎক্ষনাৎ সুইচ বন্ধ করতে হবে।
৩) মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রতি ১ ঘন্টা চালানোর ১৫ মিনিট বিরতি দিয়ে পুনরায় চালু করতে হবে।
৪) মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাথে একটি রিমোট কন্ট্রোল ও লেজার পয়েন্টার আছে।তাছাড়া অতিরিক্ত একটি ৩০ ফুট আরজিবি ক্যাবল, একটি ২৫ ফুট পাওয়ার স্ট্রিপ ৩ সেট রিমোট কন্ট্রোলের ব্যাটরি দেয়াছে।
৫) মাল্টিমিডিয়া প্রজেক্টরের ইলেকট্রিসিটি সুইচ সরাসরি বন্ধ করা যাবে না। প্রজেক্টরর পাওয়ার অন/অফ সুইচ পরপর ২ বার প্রেস করতে হবে তারপর ১০ সেকেন্ড পর প্রজেক্টর অটোমেটিক বন্ধ হবে। তখন ইলেকট্রিসিটি বন্ধ করতে হবে। যদি কখনও বিদ্যুৎ চলে যায় তৎক্ষনাৎ সুইচ বন্ধ করতে হবে।