ad

সরকারি কর্মচারীগণের অবসরকালীন সুবিধাদি/প্রাপ্যতা পুনঃ নির্ধারণ সংক্রান্ত অর্থ মন্তণালয়ের পরিপত্র

Views


সরকারি কর্মচারীগণের অবসরকালীন সুবিধাদি/প্রাপ্যতা নিম্নরুপভাবে নির্ধারণ করা হয়েছে।
>পেনশনযোগ্য চাকরিকাল সর্বনিম্ন ৫ বছর করা হয়েছে যাহাতে ২১% প্রাপ্য।
>পেনশনের পরিমাণ ৮০% থেকে ৯০% এ উন্নীত করা হয়েছে।
>অবসরভোগীদের পেনশন বৃদ্ধি করা ৪০%, ৬৫ বছরের উর্ধ্বে বয়সধারীদের জন্য ৫০% বর্ধিত করা হয়েছে।
>সর্বনিম্ন পেনশন নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা।
>আনুতোষিকের হার ২৩০ টাকায় নির্ধারণ করা হয়েছে।
>৫ বা ততোধিক বছর পর্যন্ত আনুতোষিক হার ২৬৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।

Theme images by fpm. Powered by Blogger.