ad

অনলাইনে ডিপিএড ভর্তি প্রক্রিয়া ২০১৮

Views

1 ডিসেম্বর 2018 তারিখ থেকে তারিখ থেকে ডিপিএড শিক্ষাবর্ষ 2019-20 এর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । এবারের ভর্তি কার্যক্রম অনলাইনে। প্রথমে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী ওয়েবসাইটে যেতে হবে। এরপর অনলাইন ডিপিএড অ্যাডমিশন সিস্টেম এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।  এরপর নেক্সট ক্লিক করতে হবে। নতুন উইন্ডো আসবে। এই উইন্ডোর সকল তথ্য সনদ অনুযায়ী পূরণ করতে হবে। ফাইনালি সাবমিশন করার আগে ভালো করে চেক করে নিতে হবে সকল তথ্য ঠিক আছে কিনা। সাবমিশন করার পর আপনার একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি হবে এবং একটি কিওয়ার্ড তৈরি হবে। আপনি আবেদন করার 24 ঘন্টার মধ্যে আপনাকে শিওর ক্যাশের মাধ্যমে 1050 টাকা প্রদান করতে হবে। আপনার মোবাইলে ও একটি এসএমএস যাবে। পিটিআই কর্তৃপক্ষ নেপ কর্তৃক প্রদত্ত পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে দেখতে পারবেন কোন উপজেলা থেকে কতজন ভর্তি হয়েছে। শিক্ষকগণ নিজ নিজ স্মার্ট মোবাইল ফোন থেকেও আবেদন করতে পারেন।

আগামীকাল 1 ডিসেম্বর 2018 তারিখ থেকে ডিপিএড 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ নতুন সিস্টেমে অনলাইনে ভর্তি হতে হবে। ভর্তি ফি 1050 টাকা শিওর ক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। www.nape.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রথমে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এরপর শিওর ক্যাশের মাধ্যমে 1050 টাকা জমা দিলেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। মুন্সিগঞ্জ পিটিআইতে ভর্তির ক্ষেত্রে যদি কারো কোন সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





Theme images by fpm. Powered by Blogger.