ad

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্বঃ 03 (Primary teacher recruitment exam preparation episode: 03)

Views

সবাইকে ছালাম জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য  নিয়ে  আসলাম প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রয়োজনীয় র্নিদেশনা সম্বলিত পোস্ট। Part: 03

যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষা দিবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ :
**প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন:
("প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis" বইয়ের সৌজন্যে)
.
যারা ২০১৮ সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন তাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন তথা মার্কস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন আপনার সুবিধার্থে নিচে দেয়া হলো। ("প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানাইসিস" বইয়ের সৌজন্যে। বাংলাদেশের প্রথম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশনভিত্তিক বই।)
.
***মানবণ্টন:
*মোট: ১০০ নাম্বার। ৮০টি MCQ এর জন্য ৮০ নাম্বার। মৌখিক পরীক্ষার ২০ নাম্বার।
.
*বিগত সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন Analysis করে দেখা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর যে প্রশ্ন থাকে তা নিম্নরূপ।
.
#বাংলা -২০ মার্কস
★বাংলা সাহিত্য- ৩ মার্কস
★বাংলা ব্যাকরণ -১৭ মার্কস
.
#গণিত -২০ মার্কস
★পাটি গণিত- ৯/১০ মার্কস
★ বীজ গণিত- ৫/৬ মার্কস
★জ্যামিতি-৪/৫ মার্কস
.
#ইংরেজি -২০ মার্কস (মূলত ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন, লিটারেচার থেকে প্রশ্ন থাকেনা বললেই চলে)
.
#সাধারণ জ্ঞান-২০ মার্কস
★বাংলাদেশ- ১৩/১৪ মার্কস
★আন্তর্জাতিক- ২/৩ মার্কস
★সাম্প্রতিক- ১/২ মার্কস
★সাধারণ বিজ্ঞান ও আইসিটি- ৩/৪
#ভাইভা : ২০ মার্কস (মৌখিক পরীক্ষার ২০ নাম্বারের মধ্যে ১৫ নাম্বার ভাইভা বোর্ডের হাতে থাকে আর ৫ নাম্বার সার্টিফিকেট এর উপর।)
.
.
লিখিত পরীক্ষায় (MCQ) উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মূলত আপনি যদি কোটাবিহীন পুরুশজ প্রার্থী হয়ে থাকেন তাহলে ৮০ নাম্বারের MCQ পরীক্ষায় ৬০ পেলে এবং কোটাধারী হলে ৪৫-৫০ পেলে এবং শুধু নারী কোটাধারী প্রার্থী হলে ৮০ নাম্বারে ৫০-৫৫ পেলে ভাইভার জন্য ডাক পাবেন বলে ধরে নিতে পারেন।
বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। চারটি উত্তর ভুল হলেই কাটা যাবে ১ নম্বর।
.
*আপনি যদি "প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস" বইটি এবং "বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক" বইটি ব্যাখ্যাসহ বুঝে বুঝে পড়েন ইনশাল্লাহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আর কিছু পড়া লাগবে না। এই দুটি বইই আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যথেষ্ট। কারণ "প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস" বইটি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন অ্যানলাইসিস করে রচিত।
.
*মনে রাখবেন, "কম পড়বেন কিন্তু Important বিষয়গুলো গুছিয়ে পড়বেন।"
.
*সবার জন্য শুভ কামনা রইল।

কার্টেসি:
____________________________
©©© গাজী মিজানুর রহমান
***৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার,
****সাবেক সিনিয়র অফিসার
(পূবালী ব্যাংক লিমিটেড)


Theme images by fpm. Powered by Blogger.