ad

ইংলিশ ইন একশন এর প্রথম থেকে পঞ্চম শ্রেণির সকল অডিও কনটেন্ট ডাউনলোড করুন

Views
সবাইকে ছালাম জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম, ইংলিশ ইন একশনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সকল অডিও কনটেন্ট ডাউনলোড করুন ।

*এই অডিও উপকরণগুলো English for Today পাঠ্যবইয়ের উপর ভিত্তি করে তৈরি করা যা ক্লাসে শিক্ষার্থীদের শোনানোর কাজে ব্যবহার করা যাবে, যা শিক্ষার্থীদের listening এবং speaking দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। 

*এই অডিওগুলো ১ম থেকে ৫ম শ্রেণির  English for Today পাঠ্যবইয়ের বিভিন্ন dialogue, story, 
rhyme, song, text ইত্যাদির অডিও ভার্সন যা শ্রেনিকক্ষে শিক্ষার্থীরাদের বাজিয়ে শোনানোর জন্য তৈরী করা।
*ছোট আকারের অডিওগুলো একটানা বাজিয়ে শোনাতে পারেন। আর বড়ো আকারের অডিওগুলোতে কিছুক্ষণ পর পর pause (বিরতি) দিয়ে বাজানোই ভালো। তবে বাজানোর পর শিক্ষার্থীরা তা বুঝতে পারল কিনা তা অবশ্যই যাচাই করে নিন। প্রয়োজনে অডিওটি একাধিকবার বাজান।
*Song বা rhyme Õর ক্ষেত্রে প্রতিটি লাইন প্রথমে নিজে বলে দিয়ে শিক্ষার্থীদের দিয়ে গাওয়াতে পারেন। আবার কোনো কোনো ক্ষেত্রে song ও rhymeÕর সাথে অঙ্গভঙ্গির ব্যবহারও (Gesture) বেশ কার্যকর।

***অডিও বাজানোর ক্ষেত্রে আপনি নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।

*একটু সময় নিয়ে চিন্তা করুন।

*আপনি পাঠ্যবইয়ের কোন লেসনটির অডিও ক্লাসে করাতে যাচ্ছেন।

*লেসনের কখন আপনি  অডিও বাজাবেন।

*অডিও’র কোথায় আপনি বিরতি (pause) দিবেন।

*আপনার শিক্ষার্থীদের কীভাবে অডিও শোনানোর আগেই কিছুটা প্রস্তুত করে নিবেন।

***শিক্ষার্থীদের অডিও শোনানোর জন্য প্রস্তুত করতে কিছু কার্যকর অ্যাক্টিভিটি হলঃ

*শিক্ষার্থীরা কী শুনতে যাচ্ছে সে সম্পর্কে তাদেরকে কিছু ধারণা দিন।

*পাঠ্যপুস্তকের ছবি নিয়ে আলোচনা করতে দিয়ে তাদেরকে বিষয়বস্তুর সাথে পরিচিত করে তুলুন

*পাঠ্যবই বা অডিও’র নতুন শব্দগুলোর অর্থ কী হতে পারে তা শিক্ষার্থীদের কাছ থেকে elicit করার মাধ্যমে আলোচনা করুন। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।
প্রথম শ্রেণী
দ্বিতীয় শ্রেণী
তৃতীয় শ্রেণী
চর্তুথ শ্রেণী
পঞ্চম শ্রেণী
সবােই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।



















































No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.