এমপিও EFT প্রক্রিয়ায় বিল সাবমিটে সময়সীমা বেঁধে দিলো মাউশি
এমপিও EFT প্রক্রিয়ায় বিল সাবমিটে সময়সীমা বেঁধে দিলো মাউশি
👉ডিসেম্বরের এমপিও EFT-তে পাঠাতে ২৪ ডিসেম্বরের মধ্যে বিল সাবমিটের নির্দেশ
ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর ২০২৫ মাসের বেতন ও ভাতা (এমপিও) ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতিতে প্রেরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (DSHE) ইএমআইএস সেল থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অবশ্যই অনলাইনে বিল সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিল না হলে ডিসেম্বর মাসের এমপিও প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে।
স্মারকে উল্লেখ করা হয়, ১ জানুয়ারি ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন EFT-এর মাধ্যমে প্রদান করা হচ্ছে। জুলাই ২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হলেও আগস্ট ২০২৫ মাস থেকে এমপিও অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে Bill Submit ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগইন করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে EFT-এর মাধ্যমে এমপিও অর্থ প্রেরণ করা হবে।
চিঠিতে আরও বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন আংশিক বা সম্পূর্ণ কর্তনযোগ্য হলে সেটিও বিল সাবমিটের সময় সঠিকভাবে উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভুল বা অসত্য তথ্য প্রদানের কারণে যদি কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও অর্থ প্রেরণ বন্ধ হয় বা অতিরিক্ত অর্থ প্রেরিত হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলেও স্মারকে সতর্ক করা হয়েছে।
এছাড়া জানানো হয়, শুধুমাত্র আইবাস (iBAS++) যাচাইয়ের মাধ্যমে Valid হওয়া জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে। যেসব শিক্ষক-কর্মচারীর তথ্য ভুল থাকায় এখনও Valid হয়নি, তাদের সঠিক তথ্য যাচাই শেষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে অন্তর্ভুক্ত করা হবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত নির্দেশনায় সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সময়মতো বিল সাবমিট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
ইএমআইএস সেল
www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১১৩.৩৯.০০০৬.২০.৫৫
তারিখ: ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর-২০২৫ মাসের এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ০১ জানুয়ারি ২০২৫ হতে EFT-তে প্রদান করা হচ্ছে এবং জুলাই-২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে।
আগস্ট-২০২৫ মাস হতে এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের Bill Submit করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করে Bill Submit করেন। এক্ষেত্রে, প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ EFT-তে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়।
প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক তাঁর প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।
উল্লেখ্য, শুধুমাত্র আইবাসে যাচাই এর মাধ্যমে প্রাপ্ত Valid জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই এ Valid হওয়া সাপেক্ষে পরববর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এমতাবস্থায়, আগামী ২৪/১২/২০২৫ তারিখের মধ্যে ডিসেম্বর-২০২৫ মাসের এমপিও এর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
প্রফেসর বি. এম. আব্দুল হান্নান
পরিচালক (কলেজ ও প্রশাসন)



No comments
Your opinion here...