২০২৫-২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ কার্যক্রম শুরু হবে
২০২৫-২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ কার্যক্রম শুরু হবে
সংবাদ প্রতিবেদন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন এ্যাসিসটিভ ডিভাইস বিতরণের কার্যক্রম বাস্তবায়িত হবে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর আওতায় Sub-component-2.6 Special Education Needs and Disabilities (SEND) কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপপরিচালক (একীভূত শিক্ষা ও প্রাক-প্রাথমিক) মো: জয়নাল আবেদীন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তাদের প্রয়োজন অনুসারে হুইলচেয়ার, চশমা, সাদাছড়ি, শ্রবণ যন্ত্র, ক্রাচ, ঔষধসহ অন্যান্য সহায়ক ডিভাইস বিতরণ করা হবে।
এ কার্যক্রমের জন্য প্রতিটি উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের তথ্য ও চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহের নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা ফোকাল পার্সন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিইও) সরাসরি তত্ত্বাবধান করে তথ্য যাচাই ও সমন্বয় করবেন। এরপর, জেলা পর্যায়ের তথ্য বিভাগীয় উপপরিচালক মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, সংশ্লিষ্ট তথ্যের হার্ডকপি এবং সফটকপি আগামী ০৯ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ই-মেইল (dpeaiec@gmail.com) এ পাঠাতে হবে। তথ্য প্রেরণের ক্ষেত্রে MS Excel এ NikoshBAN ফন্ট ব্যবহার করতে হবে।
উপপরিচালক মো: জয়নাল আবেদীন আরও বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা সুবিধা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সঠিক তথ্য ও চাহিদা অনুযায়ী এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ এই প্রক্রিয়াকে আরও কার্যকর করবে।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.১৪২.০২০.১৮৯.২৫-২৩৯
তারিখ: ১৪ পৌষ ১৪৩২ ২৯ ডিসেম্বর ২০২৫
বিষয়ঃ ২০২৫-২০২৬ অর্থবছরে Special Education Needs and Disabilities (SEND)- এর কার্যক্রম বাস্তবায়নের আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের এ্যাসিসটিভ ডিভাইস বিতরনের নিমিত্ত তথ্য ও চাহিদা প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর অধীনে Sub-component-2.6 Special Education Needs and Disabilities (SEND)-এর আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যে তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার, চশমা/সাদাছড়ি, শ্রবণ যন্ত্র, ক্রাচ ও ঔষধসহ অন্যান্য) বিতরণের নিমিত্ত প্রতিটি উপজেলার চাহিদা অনুসারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান করা হবে। বর্ণিত কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত তার নিয়ন্ত্রণাধীন সকল উপজেলায় অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের তথ্য ছক ('ক') এবং চাহিদার প্রাক্কলন প্রদানের জন্য তথ্য ছক ('খ') প্রেরণ করা হলো।
০২। একীভূত শিক্ষা বিষয়ক জেলা ফোকাল পার্সন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিইও) তথ্য সংগ্রহের কার্যক্রম সম্পন্নের নিমিত্ত সরাসরি তত্ত্বাবধান করবেন। তিনি সরেজমিনে জেলার প্রতিটি উপজেলার প্রাপ্ত তথ্য যাচাইপূর্বক ছক মোতাবেক উপজেলাওয়ারি সমন্বয় করে (ক ছক ও খ ছক) আলাদা করে বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা বরাবর প্রেরণ করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তার বিভাগের সকল জেলার তথ্য (ক ছক ও খ ছক) আলাদা সমন্বয় করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।
০৩। এমতাবস্থায়, বর্ণিত তথ্যছক অনুযায়ী প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা ওয়ারি সমন্বিত তথ্য হার্ডকপি ও সফট কপি ই-মেইল dpeaiec@gmail.com-এ MS Excel এ NikoshBAN ফন্ট ব্যবহার পূর্বক আগামী ০৯/০১/২০২৬ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরী।
সংযুক্তি: তথ্য ছক ক ও খ ০২ (দুই) পাতা।
স্বাক্ষরিত
মো: জয়নাল আবেদীন।
উপপরিচালক (একীভূত শিক্ষা ও প্রাক-প্রাথমিক)





No comments
Your opinion here...