বাংলা উচ্চারণের সঙ্গে মিল রেখে ৫ জেলার ইংরেজি নাম ব্যবহারে কড়াকড়ি নির্দেশনা
বাংলা উচ্চারণের সঙ্গে মিল রেখে ৫ জেলার ইংরেজি নাম ব্যবহারে কড়াকড়ি নির্দেশনা
ঢাকা, ৭ ডিসেম্বর ২০২৫:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) দেশের পাঁচটি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহারের জন্য পুনরায় কঠোর নির্দেশনা দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুসারে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া জেলার ইংরেজি নাম সংশোধন করা হলেও বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের চিঠিপত্রে এখনও পুরোনো বানান ব্যবহৃত হচ্ছে—এমন উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।
বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগারগাঁও কার্যালয় থেকে ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) তারিখে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ এপ্রিল ২০১৮ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ মে ২০১৮ তারিখের স্মারকের আলোকে জেলার নামের ইংরেজি বানান সংশোধন করা হয়েছে। তবুও সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত বিভিন্ন কাগজপত্রে পুরোনো বানান ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দাপ্তরিক শুদ্ধতা ও সরকারি সিদ্ধান্তের পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, এখন থেকে সকল সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাকে সংশোধিত ইংরেজি বানান যথাযথভাবে অনুসরণ করতে হবে। সংশোধিত বানানগুলো হলো—
চট্টগ্রাম: Chattogram (পূর্বে Chittagong)
কুমিল্লা: Cumilla (পূর্বে Comilla)
বরিশাল: Barishal (পূর্বে Barisal)
যশোর: Jashore (পূর্বে Jessore)
বগুড়া: Bogura (পূর্বে Bogra)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ হওয়ায় ভবিষ্যতে কোনো দাপ্তরিক চিঠিপত্র, সনদ, নথি বা প্রকাশনায় পুরোনো ইংরেজি বানান ব্যবহার করা যাবে না। সংশোধিত বানান অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে পুনরায় অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি.এম. আমিনুল ইসলাম স্বাক্ষর করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নির্দেশনা কার্যকর হলে দাপ্তরিক কাজে একরূপতা আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও জেলার নামের সঠিক উচ্চারণ ও পরিচিতি বজায় থাকবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২১০।
www.bteb.gov.bd
তারিখ: ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ০৭ ডিসেম্বর-২০২৫ খ্রিস্টাব্দ
স্মারক নং-৫৭.১৭.০০০০.৪০১.৯৯.০০২.২৫.-২৬৩৬
বিজ্ঞপ্তি
বিষয়: মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রস্তাবিত ০৫টি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণকরণ।
সূত্র ১: মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং ০৪.০০.০০০০.৭২১.০৬.০০১.১৭.৭৫; তারিখ: ২৩ এপ্রিল ২০১৮ খ্রি.
২: জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ০৫.০০.০০০০.১১০.০০.০১৯.২৫.-৬২৬; তারিখ: ০৬ মে ২০১৮ খ্রি.
এতদ্ধারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উপর্যুক্ত বিষয়ে সূত্রোক্ত স্মারক পত্র মূলে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়া ০৫টি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে সংশোধন করা হলেও উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠান হতে প্রাপ্ত পত্র ও কাগজপত্রে পূর্বের ইংরেজি বানান ব্যবহার করা হচ্ছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে পূর্বের ইংরেজি বানান পরিহার করে নিম্নবর্ণিতভাবে সংশোধিত জেলার ইংরেজি বানান যথাযথ অনুসরণের জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।
১) বাংলা নামঃ চট্টগ্রাম
বর্তমান ইংরেজী বানানঃ Chittagong
পরিবর্তিত সঠিক বানানঃ Chattogram
২) বাংলা নামঃ কুমিল্লা
বর্তমান ইংরেজী বানানঃ Comilla
পরিবর্তিত সঠিক বানানঃ Cumilla
৩) বাংলা নামঃ বরিশাল
বর্তমান ইংরেজী বানানঃ Barisal
পরিবর্তিত সঠিক বানানঃ Barishal
৩) বাংলা নামঃ যশোর
বর্তমান ইংরেজী বানানঃ Jessore
পরিবর্তিত সঠিক বানানঃ Jashore
৪) বাংলা নামঃ বগুড়া
বর্তমান ইংরেজী বানানঃ Bogra
পরিবর্তিত সঠিক বানানঃ Bogura
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
স্বাক্ষরিত
(প্রকৌঃ বি.এম. আমিনুল ইসলাম)
পরিদর্শক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।



No comments
Your opinion here...