ad

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে NEIR সিস্টেম

Views

 




অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে NEIR সিস্টেম: গ্রাহক নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষায় বড় পদক্ষেপ

বিস্তারিত সংবাদ প্রতিবেদন:

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫:
বাংলাদেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের লাগাম টানতে, মোবাইল চুরি রোধ করতে এবং ডিজিটাল প্রতারণা প্রতিহত করতে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব। সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)

🔶 অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে প্রযুক্তিগত সুরক্ষা

জনাব ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের বিভিন্ন সরকারি সেবা ডাটাবেজে তথ্যের গরমিলের কারণে অপরাধ দমনে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী চ্যালেঞ্জের মুখে পড়ে। ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে।
তিনি বলেন, এনইআইআর চালু হলে এসব প্রতারণা অনেকাংশে কমে আসবে। অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতিবছর প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। নতুন এই ব্যবস্থা শুধু প্রযুক্তিগত সুবিধা নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও নাগরিক স্বার্থরক্ষায়ও বড় ভূমিকা রাখবে।

🔶 চোরাই ও ক্লোন ফোন বন্ধ হবে নেটওয়ার্কে

সভাপতির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, এনইআইআর চালু হলে চোরাই বা ক্লোন করা হ্যান্ডসেট সহজেই সনাক্ত করা যাবে। তিনি জানান, বর্তমানে দেশে ৩৮ শতাংশ ফিচার ফোন ব্যবহার হচ্ছে, তাই স্মার্টফোন ব্যবহারে উৎসাহ দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, চোরাই ও রিফাবরিসড ফোনের কারণে বাজারে মূল্য স্থিতিশীল হচ্ছে না। এনইআইআর চালু হলে দেশীয় ১৮টি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরও প্রতিযোগিতামূলক দামে মানসম্মত হ্যান্ডসেট সরবরাহ করতে পারবে।

🔶 এনইআইআর কিভাবে কাজ করবে

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক উপস্থাপনায় জানান, এনইআইআর চালুর পর অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।

  1. বৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে সচল থাকবে।

  2. অবৈধ হ্যান্ডসেটের ব্যবহারকারীদের এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে এবং ১ মাস পর সেই হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

  3. বিদেশ থেকে বৈধভাবে আনা বা উপহারপ্রাপ্ত ফোন বিশেষ নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে সচল করা যাবে।

🔶 মোবাইল কেনার আগে যা করবেন

১৬ ডিসেম্বরের পর নতুন হ্যান্ডসেট কেনার আগে গ্রাহককে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে হবে:
১️⃣ মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: KYD<space>IMEI নম্বর
২️⃣ পাঠান ১৬০০২ নম্বরে।
৩️⃣ ফিরতি মেসেজে জানানো হবে হ্যান্ডসেটটি বৈধ নাকি অবৈধ।

🔶 বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন প্রক্রিয়া

বিদেশ থেকে ক্রয় বা উপহারপ্রাপ্ত ফোন neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে।
এজন্য পাসপোর্ট, ক্রয় রশিদ, কাস্টমস শুল্ক রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করতে হবে। বৈধ হলে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

🔶 ব্যবহৃত ফোন যাচাই ও ডি-রেজিস্ট্রেশন

👉 ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
👉 ব্যবহৃত ফোনের বর্তমান অবস্থা জানতে *১৬১৬১# ডায়াল করতে হবে।
👉 বিক্রি বা হস্তান্তরের সময় Citizen Portal, Mobile Apps বা USSD (*16161#) এর মাধ্যমে ডি-রেজিস্ট্রেশন করা যাবে।

🔶 চুরি বা হারানো ফোন ব্লক করা যাবে

চুরি হওয়া বা হারানো ফোন NEIR Citizen Portal, Mobile Apps বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে লক বা আনলক করা যাবে।

🔶 বিক্রেতা ও আমদানিকারকদের জন্য নির্দেশনা

  1. উৎপাদন বা আমদানি করা হ্যান্ডসেটের IMEI নম্বর বাজারজাতের আগে বিটিআরসিতে জমা দিতে হবে।

  2. IMEI যাচাই না করে কোনো ফোন বিক্রি করা যাবে না।

  3. নকল বা ফেক IMEI যুক্ত ফোন বিক্রি করলে সেটি নেটওয়ার্কে সংযুক্ত হবে না।

🔶 সংশ্লিষ্টদের মতামত

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (MIOB)-এর সভাপতি জাকারিয়া শহীদ বলেন, “এনইআইআর চালুর মাধ্যমে দেশীয় মোবাইল উৎপাদকরা শুধু স্থানীয় চাহিদা নয়, ভবিষ্যতে বিদেশেও ফোন রপ্তানি করতে পারবে।”
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (AMTOB)-এর মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, “এনইআইআর বাস্তবায়নে মোবাইল অপারেটররা সর্বাত্মক সহযোগিতা করবে এবং জনগণকে সচেতন করতে সম্মিলিতভাবে কাজ করবে।”

🔶 জনসচেতনতা বাড়াতে আহ্বান

সমাপনী বক্তব্যে বিটিআরসি’র স্পেকট্রাম কমিশনার মাহমুদ হোসেন গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এনইআইআর বিষয়ে গণসচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।”

📞 সহায়তা:
এনইআইআর সম্পর্কিত যে কোনো তথ্য জানতে কল করুন বিটিআরসি হেল্পলাইন ১০০ বা মোবাইল অপারেটর কাস্টমার কেয়ার নম্বর ১২১

সুত্রঃ BTRC এর ভেরিফাইড ফেসবুক পেজ। 




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.