সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ শুরু ১৭৫২টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ শুরু ১৭৫২টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP)
উপশিরোনাম:
ডিজিটাল শিক্ষায় নতুন দিগন্ত — ১৫ কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ ইন্সটলেশন নিশ্চিত করবে সরবরাহকারী প্রতিষ্ঠান স্মাট টেকনোলজি (বিডি) লিমিটেড
প্রতিবেদন:
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি নির্ভরতা বাড়াতে সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয় যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় মোট ৩০০০টি IFP ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৭৫২টি IFP বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
সরবরাহকারী প্রতিষ্ঠান স্মাট টেকনোলজি (বিডি) লিমিটেড প্যাকেজ নম্বর GD 405.01 এর অধীনে তিনটি লটে মোট ১৭৭২টি IFP সরবরাহ করেছে। এর মধ্যে প্রাশিঅ-৩টি, বুয়েট টেস্টিং-১টি, এলটিসি-৪টি, পিটিআই-৩৮টি এবং বিভিন্ন বিদ্যালয়ে ১৭০৬টি IFP বিতরণ করা হবে।
এই IFP গুলো প্রযুক্তিগত স্পেসিফিকেশন অনুযায়ী যাচাই শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘মালামাল গ্রহণ কমিটি’ কর্তৃক গ্রহণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সরবরাহকারী প্রতিষ্ঠান স্মাট টেকনোলজি (বিডি) লিমিটেড বিতরণ (পরিবহনসহ), ইন্সটলেশন ও ব্যবহারকারীদের প্রশিক্ষণ প্রদানসহ সংশ্লিষ্ট সকল ব্যয়ভার নিজ দায়িত্বে বহন করবে।
চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিটি IFP ইন্সটল শেষে সংশ্লিষ্ট পিটিআই/এলটিসি/বিদ্যালয়ের সুপার, সহকারী পরিচালক, প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরিত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। পিটিআই ও এলটিসি ক্ষেত্রে কেবল সুপার বা সহকারী পরিচালকের স্বাক্ষর যথেষ্ট হবে।
এছাড়া, স্মাট টেকনোলজি (বিডি) লিমিটেডকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নির্ধারিত তালিকা অনুযায়ী সব IFP বিতরণ ও ইন্সটলেশন সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিতরণ ও ইন্সটলেশন শেষে ৩ কর্মদিবসের মধ্যে ইন্সটলেশনের ছবি ও প্রত্যয়নপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি বিভাগে প্রেরণ করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আরও ইন্টার্যাক্টিভ ও আধুনিক উপায়ে পাঠ গ্রহণের সুযোগ পাবে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিঠিটি স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্মসচিব (পরিচালক, আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
সারসংক্ষেপ:
🔹 মোট ৩০০০ IFP ক্রয় প্রক্রিয়া সম্পন্ন
🔹 প্রথম পর্যায়ে ১৭৫২টি IFP বিতরণ
🔹 সরবরাহকারী প্রতিষ্ঠান: স্মাট টেকনোলজি (বিডি) লিমিটেড
🔹 ১৫ কর্মদিবসে ইন্সটলেশন সম্পন্নের নির্দেশ
🔹 আধুনিক প্রযুক্তিতে শিক্ষার মানোন্নয়নে নতুন অগ্রযাত্রা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
www.dpe.gov.bd
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নং-৩৮.০১.০০০০.০০০.৯০০.০৭.০০০৩.২২.১৩০৮
তারিখ: ১৮ কার্তিক ১৪৩২ ০৫ নভেম্বর ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওতায় ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) বিতরণ প্রসঙ্গে।
সূত্র: প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর- ৩৮.০১.০০০০.০০৫.০৭.০৩.৩৪২.২৫-৩২৬
তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য ৩০০০টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) এর ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তৎপ্রেক্ষিতে সরবরাহকারী প্রতিষ্ঠান স্মাট টেকনোলজি (বিডি) লিঃ প্যাকেজ নম্বর জিডি ৪০৫.০১ এর অধীনে ৩টি লটে মোট ১৭৭২টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) সরবরাহ করবে মর্মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহিত এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্ণিত ১৭৭২টি আইএফপি টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী যাচাইপূর্বক অধিদপ্তরের 'মালামাল গ্রহণ কমিটি' এর মাধ্যমে গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ১ম পর্যায়ে প্রাশিঅ-৩টি, বুয়েট টেস্টিং-১টি, এলটিসি-৪টি, পিটিআই-৩৮-টি এবং বিদ্যালয়ে-১৭০৬টি সর্বমোট ১৭৫২টি IFP বিতরণ করা হবে।
২। চুক্তি অনুযায়ী উল্লেখিত ১৭৫২টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) বিতরণ (পরিবহণসহ), ইন্সটলেশন ও ব্যবহারকারীদের প্রশিক্ষণ প্রদানসহ এ সংক্রান্ত যাবতীয় ব্যয় সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাহ করবে। এছাড়াও সরবরাহকারী প্রতিষ্ঠানকে চুক্তির General Condition of Contract ২৭.১ অনুসারে প্রতিটি IFP এর ক্ষেত্রে 'IFP সঠিকভাবে ইন্সটল করা হয়েছে ও সচল আছে এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে' মর্মে সংশ্লিষ্ট পিটিআই/এলটিসি/বিদ্যালয়ের সুপার/সহকারী পরিচালক/প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরিত প্রত্যয়ণপত্র দাখিল করতে হবে। উল্লেখ্য, পিটিআই/এলটিসি এর ক্ষেত্রে শুধুমাত্র সুপার/সহকারী পরিচালক কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়ণপত্র দাখিল করবে।
৩। এমতাবস্থায়, গ্রহণকৃত ১৭৭২টি ইন্টার্যাক্টিভ ফ্লাট প্যানেল (IFP) এর মধ্য হতে ১ম পর্যায়ে ১৭৫২টি IFP সরবরাহকারী প্রতিষ্ঠান (স্মাট টেকনোলজি (বিডি) লিঃ) হতে যৌথভাবে বুঝে নেওয়ার জন্য সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট পিটিআই/এলটিসি/বিদ্যালয়ের সুপার/সহকারী পরিচালক/প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অনুরোধ করা হলো। সরবরাহকারী প্রতিষ্ঠান (স্মাট টেকনোলজি (বিডি) লিঃ) আগামী ১৫ (পনের) কর্ম দিবসের মধ্যে সংযুক্ত পিটিআই/এলটিসি/বিদ্যালয়ের তালিকা অনুযায়ী ইন্টার্যাক্টিভফ্লাট প্যানেল (IFP) পিটিআই/এলটিসি/বিদ্যালয়ে বিতরণ ও ইন্সটলেশন নিশ্চিত করবে এবং বিতরণ ও ইন্সটলেশন পরবর্তী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে অধিদপ্তরের আইএমডি বিভাগে ইন্সটলেশনের ছবিসহ প্রত্যয়ন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ শহিদুল ইসলাম
যুগ্মসচিব
পরিচালক (আইএমডি)
2.jpg)


No comments
Your opinion here...