ad

জাল নোট নিয়ে সামাজিক মাধ্যমে গুজব: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

Views

 


জাল নোট নিয়ে সামাজিক মাধ্যমে গুজব: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

🔹 জাল নোট নিয়ে গুজবে বিভ্রান্ত হবেন না: কঠোর নজরদারিতে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী


সংবাদ প্রতিবেদন:

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন দৈনিক পত্রিকায় “দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে” – এমন একটি খবর প্রচারিত হয়েছে। এই বিষয়ে আজ (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে অযথা উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা একটি গুরুতর অপরাধ, যা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার প্রচলন রোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে এবং এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাংক নগদ লেনদেনে জনগণকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে কিছু পরামর্শও দিয়েছে—

১️⃣ নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন জলছাপ, নিরাপত্তা সূতা, অসমতল ছাপা, রং পরিবর্তনশীল কালি এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
২️⃣ বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
৩️⃣ নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা হয়েছে।
৪️⃣ সন্দেহজনক নোট পেলে বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, “আসল নোট চিনুন—নিরাপদ লেনদেন নিশ্চিত করুন।
আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে নাগরিকদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://www.bb.org.bd/en/index.php/currency/note) ভিজিট করতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া প্রতিটি ব্যাংক শাখায় আসল নোট শনাক্ত করার নির্দেশিকা সম্বলিত এক্স-ব্যানার ও পোস্টার টানানো রয়েছে বলেও জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় স্বার্থে সঠিক তথ্য প্রচার এবং বিভ্রান্তিকর সংবাদ থেকে জনগণকে সচেতন রাখা গণমাধ্যমের দায়িত্ব।”

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এক্স-ক্যাডার–প্রকাশনা) ও সহকারী মুখপাত্র সাঈদা খানম।

সংবাদটির মূল বার্তা:
জাল নোট সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকুন, আইন মেনে চলুন, এবং যেকোনো সন্দেহজনক তথ্য সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান।


বাংলাদেশ ব্যাংক

প্রধান কার্যালয় 

মতিঝিল, ঢাকা।

ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স

তারিখ: ১৫ অক্টোবর, ২০২৫

সূত্র নং: ডিসিপি (পিআর) ০৫/২০২৫-৪৮৩

প্রেস বিজ্ঞপ্তি

প্রধান বার্তা সম্পাদক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ঢাকা।

'দেশে বিপুল পরিমাণে জাল নোট অনুপ্রবেশ বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে।'

সম্প্রতি facebook, বিভিন্ন Social Media Platform সহ দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরী, বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর। এ প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে নিম্নরূপ বিষয়াদি অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে:

১. নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ যথা জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সূতা, রং পরিবর্তনশীল কালি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি যথাযথভাবে যাচাই করা;

২. বড় অংকের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করা;

৩. নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা; এবং

৪. সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য অবগত হলে অবিলম্বে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করা।

আসল নোট চিনুন-নিরাপদ লেনদেন নিশ্চিত করুন। আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ভিজিট করুন: https://www.bb.org.bd/en/index.php/currency/note। তাছাড়া, প্রতিটি ব্যাংক শাখায় আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে এক্স-ব্যানার/পোস্টার টানানো রয়েছে।

জাতীয় স্বার্থে উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য বিশেষ অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,

স্বাক্ষরিত

(সাঈদা খানম)

পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র 

ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স 

বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.