ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিপিএড/সিইনএড বকেয়া ব্যয় মঞ্জুর

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিপিএড/সিইনএড বকেয়া ব্যয় মঞ্জুর


ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড (ডিপ্লোমা ইন এডুকেশন) ও সিইনএড (Certificate in Education) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের অনুমতি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ (৩০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারিকৃত স্মারক অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের পরিচালন বাজেট থেকে এ অর্থ পরিশোধের অনুমতি প্রদান করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারকে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৩ মার্চ ২০২৩ তারিখের নির্দেশনা এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১২ ফেব্রুয়ারি ২০২৩ ও ১২ আগস্ট ২০২০ তারিখের প্রজ্ঞাপনের আলোকে ৫১৬টি উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসের আওতাধীন শিক্ষকদের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণজনিত বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা যাবে। এ বরাদ্দ দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ এর অধীনে মাঠ পর্যায়ে ছাড়কৃত নিয়মিত বরাদ্দ থেকে পরিশোধ করতে হবে।

স্মারকে আরও উল্লেখ করা হয়—
১. বকেয়া অর্থ প্রদানের ক্ষেত্রে অবশ্যই আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।
২. বকেয়া পরিশোধের সময় যদি অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, তার দায়ভার সংশ্লিষ্ট আয়ন-ব্যয় কর্মকর্তা বহন করবেন।

এ বিষয়ে মহাপরিচালকের সদয় অনুমোদনও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ-রাজস্ব, অর্থ-বিভাগ) মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত এ অনুমতিপত্রে সংশ্লিষ্ট উপজেলা/থানা পর্যায়ের আয়ন-ব্যয় কর্মকর্তাদের যথাযথভাবে নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে।

👉 এর ফলে দীর্ঘদিনের বকেয়া পাওনা শিক্ষকদের হাতে পৌঁছাতে যাচ্ছে, যা তাদের আর্থিক স্বস্তি আনবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.৫০০.০২০.০১২.২১ (পার্ট-১).৪৪৪

তারিখ: ১৫ আশ্বিন ১৪৩২

৩০ সেপ্টেম্বর ২০২৫

বিষয়ঃসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ-এর শিক্ষকগণের ডিপিএড/সিইনএড পাশ জনিত বকেয়া ব্যয়ের অনুমতি প্রদান।

উপর্যুক্ত বিষয় অনুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮.০০.০০০০.০০৮.১২.০০১.১৭.১০১, তারিখ: ২৩ মার্চ ২০২৩ খ্রি. এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১২ ফেব্রুয়ারি ২০২৩ এর স্মারক নং ০৭.০০.০০০০.১৬১.৩৮.০০১.১৭ (অংশ-১)-৩৫ এর নির্দেশনা মোতাবেক, একই মন্ত্রণালয় ও বিভাগের ১২ আগষ্ট ২০২০ খ্রি. এর ০৭.০০.০০০০.১৬১.৩৮.০০৭.১৩-৯১ স্মারকের অনুচ্ছেদ (ঘ) এর আলোকে ৫১৬ টি উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকদের বেতন নির্ধারণ জনিত বকেয়া বেতন ভাতাদি ২০২৫-২০২৬ অর্থ বছরের পরিচালন বাজেটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ হতে মাঠ পর্যায়ে ছাড়কৃত নিয়মিত বরাদ্দ হতে উপজেলা/থানাসমূহের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণকে ব্যয়ের অনুমতি প্রদান করা হলো।

২।ক) বকেয়া অর্থ পরিশোধের ক্ষেত্রে সকল আর্থিক বিধি বিধান অনুসরণ করতে হবে; খ) বকেয়া প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন।

৩।এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

মোঃ নুরুল ইসলাম

উপপরিচালক

অর্থ-রাজস্ব, অর্থ-বিভাগ



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.