ad

টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে শিক্ষকদের করণীয় নির্ধারণ

Views

 


টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে শিক্ষকদের করণীয় নির্ধারণ

১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে “টাইফয়েড টিকাদান কার্যক্রম-২০২৫” – ৫ কোটি শিশুকে দেয়া হবে বিনামূল্যে টিকা

📌 বিস্তারিত সংবাদ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আসন্ন “টাইফয়েড টিকাদান কার্যক্রম-২০২৫” সফলভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা জারি করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) এর আওতায় আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে মাসব্যাপী সারাদেশে এই ক্যাম্পেইন শুরু হবে।

এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ৫ কোটি শিশুকে নিরাপদ এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। এর ফলে শিশুদের টাইফয়েড সংক্রমণজনিত অসুস্থতা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

📍 টিকাদান কার্যক্রমের মূল দিকগুলোঃ

  1. প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা পাবে।

  2. শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয়, এমন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু নিকটবর্তী EPI টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবে।

  3. যেসব শিক্ষার্থী প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত হলেও বয়স ১৫ বছরের বেশি, তারা জন্মনিবন্ধনের ১৭ সংখ্যার ডিজিট দিয়ে নিবন্ধন করে টিকা পাবে।

📌 নিবন্ধন প্রক্রিয়াঃ

  1. সকল শিক্ষার্থীকে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

  2. যেসব শিক্ষার্থী বয়স ১৫ বছরের বেশি হওয়ার কারণে অনলাইনে কার্ড ডাউনলোড করতে পারছে না, তাদের জন্মনিবন্ধনের ১৭ সংখ্যার তথ্য Microsoft Word ফাইলে পূরণ করে vaxepi@mis.dghs.gov.bd ঠিকানায় স্কুল ই-মেইল থেকে পাঠাতে হবে।

  3. জন্মনিবন্ধন অবশ্যই ডিজিটাল ১৭ সংখ্যার (BDRIS Verify যোগ্য) হতে হবে। (ভেরিফিকেশন লিংকঃ https://everify.bdris.gov.bd/)

📍 ফাইল পাঠানোর নিয়মঃ

১. ফাইল অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।
২. শুধু Microsoft Word (doc/docx) ফরম্যাট গ্রহণযোগ্য হবে।
৩. এক্সেল, পিডিএফ, নোটপ্যাড বা স্ক্যানকপি গ্রহণযোগ্য নয়।
৪. ফাইল অবশ্যই নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে।
৫. প্রতিষ্ঠানের অফিসিয়াল ই-মেইল থেকে পাঠানো বাঞ্ছনীয়।

👉 ওয়ার্ড ফাইল ডাউনলোড লিংকঃ https://cutt.ly/vaxepiword


📢 নির্দেশনাঃ

  1. উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকগণ স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করবেন।

  2. জেলা/উপজেলা কর্মকর্তারা এলোমেলোভাবে বিদ্যালয় পরিদর্শন করবেন।

  3. শিক্ষকদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ নিশ্চিত করা হবে।

  4. রোভার স্কাউট ও শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে।


👉 এই “টাইফয়েড টিকাদান কার্যক্রম-২০২৫” সফলভাবে বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) জনাব মোঃ খালেদ সাইফুল্লাহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা।

www.dshe.gov.bd

স্মারক নং-৩৭.০২.০০০০.১০৮.৩২.০০২.২১-৩৭-বিশেষ

তারিখ: ১১/০৯/২০২৫খ্রি.

বিষয়: আসন্ন "টাইফয়েড টিকাদান কার্যক্রম-২০২৫" সফল করার জন্য নির্দেশনা প্রসঙ্গে।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর স্মারক নং- স্বাঃঅধিঃইপিআই/আইসি এন্ড বিসিসি/টিসিভি/২০২৫/১৩৫৪, তারিখ: ১৭/০৮/২০২৫খ্রি.

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে দেশব্যাপী শিশু, কিশোরী এবং সন্তান ধারণ ক্ষমতা সম্পন্ন নারীদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবহিকতায় বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে যা শিশুদের টাইফয়েড সংক্রমনজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস করবে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। উল্লেখ্য যে, উক্ত টিকাদান কার্যক্রম চলাকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে।

এমতাবস্থায়, আগামী ১২ অক্টোবর, ২০২৫ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সার্বিকভাবে সফল করতে তাঁর আওতাধীন উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ নিম্নবর্ণিত বিষয়সমূহ প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:

:(ক) উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদেরকে এই টিকাদান কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদেরকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করবেন এবং অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের নিমিত্তে জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেইজে পত্রটি এবং পত্রের সাথে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র আপলোড করবেন;

(খ) সহকারী উপজেলা/সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়সমূহে কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন;

(গ) জেলা/উপজেলা/থানার সকল কর্মকর্তাকে দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়সমূহে উক্ত কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে হবে;

(ঘ) শিক্ষকগণ যেন স্বতঃস্ফূর্তভাবে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন সেদিকে প্রধান শিক্ষকগণকে লক্ষ্য রাখতে হবে। বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণকে এ কর্মসূচীতে সম্পৃক্ত করতে হবে;

(ঙ) “টাইফয়েড টিকাদান কার্যক্রম-২০২৫” সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে রোভার স্কাউট/শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং অভিভাবকগণকে উদ্বুদ্ধকরণের বিষয়টি নিশ্চিত করবেন।

(চ) রেজিস্ট্রেশন ফরমের তথ্যাদি সঠিক কিনা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ তা তদারকি করবেন;

(ছ) "টাইফয়েড টিকাদান কার্যক্রম-২০২৫" কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) জনাব মোঃ খালেদ সাইফুল্লাহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

সংযুক্তি: স্বাস্থ্য অধিদপ্তরের পত্রের ছায়ালিপি ও সংশ্লিষ্ট নির্দেশিকা।

স্বাক্ষরিত

(প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল)

পরিচালক (মাধ্যমিক)

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল ছাত্র ছাত্রীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। যে সকল ছাত্র ছাত্রী প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত কিন্তু বয়স ১৫ বছরের বেশি এবং ১৭ সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ আছে তারাও ১ ডোজ টাইফয়েড টিকা পাবে। এজন্য সেই ছাত্র ছাত্রীদের জন্ম নিবন্ধন সনদের শুধু ১৭ সংখ্যা vaxepi@mis.dghs.gov.bd মেইলে স্কুল ই-মেইল থেকে পাঠাতে হবে অথবা সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারী বা টিকাদানকর্মীর নিকট জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যা প্রদান করতে হবে। সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারী বা টিকাদানকর্মী সেই জন্ম নিবন্ধনের ১৭সংখ্যার তালিকা MIS বা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবে। MIS / যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে MIS/ যথাযথ কর্তৃপক্ষ। স্বাস্থ্য সহকারী/ টিকাদান কর্মী দ্রুততার সাথে তা শিক্ষকদের জানিয়ে দেবে এবং উক্ত শিক্ষার্থীরা তখন www.vaxepi.gov.bd সাইটে টাইফয়েড টিকার নিবন্ধন এবং কার্ড ডাউনলোড করে টিকা নিতে পারবে।

https://vaxepi.gov.bd/ তে রেজিস্ট্রেশন করার সময় যে সকল ছাত্র/ছাত্রীরা প্রাক প্রাথমিক-৯ম শ্রেণিতে অধ্যয়নরত কিন্তু বয়স ১৫ বছরের উপরে হওয়ার কারণে টিসিভি রেজিস্ট্রেশন করে কার্ড ডাউনলোড করতে পারছে না. শুধু সে সকল ছাত্র/ছাত্রীদের তথ্যাদি নিম্ন প্রদত্ত ছকে মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word, dos, dock) ফাইল এ পূরণ করে

ই-মেইল অ্যাড্রেস- vaxepi@mis.dghs.gov.bd এ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য যে, তালিকা তে প্রাপ্ত জন্মনিবন্ধন নম্বর শুধু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাপেক্ষে টিসিভি এর রেজিস্ট্রেশন উপযোগী বিবেচনার জন্য ব্যবহার করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে https://vaxepi.gov.bd/নিবন্ধন নিজে করতে হবে।

Word File Link: https://cutt.ly/vaxepiword

সফটকপি ফাইল পাঠানোর জন্য নিম্নলিখিত নিয়মগুলো অনুসরণ করতে হবে:

১। প্রেরণকৃত ফাইল সম্পূর্ণ ইংরেজিতে হতে হবে। অন্যথায় বাংলায় পূরণকৃত ফাইল গ্রহণ যোগ্য হবে না।

২। জন্মনিবন্ধন নাম্বার ১৭ সংখ্যার অনলাইন ডিজিটাল সার্টিফিকেটের হতে হবে (BDRIS ভেরিফাই যোগ্য হতে

হবে)। (BDRIS Verify Link: https://everify.bdris.gov.bd/)

৩। উদ্দিষ্ট গ্রুপের নির্দিষ্ট ছাত্র/ছাত্রীদের তালিকা যেমন স্কুল, স্কুল এবং কলেজ, মাদ্রাসা, মক্তব ইত্যাদি প্রতিষ্ঠানের স্ব স্ব প্রতিষ্ঠানের ই-মেইল অ্যাড্রেস থেকে আসা বাঞ্ছনীয়।

৪। প্রেরিত ফাইল অবশ্যই Microsoft word, doc, docx এ হতে হবে (আটাচমেন্ট আকারে পাঠাতে হবে, ই-মেইল এর বডি তে নয়)। কোন প্রকার মাইক্রোসফট এক্সেল, স্ক্যানকপি, নোট প্যাড, পিডিএফ ইত্যাদি গ্রহণ যোগ্য নয়।

৫। প্রেরিত ফাইল অবশ্যই ছক অনুযায়ী হতে হবে অন্যথায় ফাইল গ্রহণযোগ্য হবে না।









PDF Download

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.