স্কুলগুলোকে অনলাইনে স্লিপ পরিকল্পনা জমা দিতে চূড়ান্ত সময়সীমা ঘোষণা
স্কুলগুলোকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে IPEMIS সফটওয়্যারে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৫ আগস্ট ২০২৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য IPEMIS সফটওয়্যারের স্লিপ মডিউলে স্লিপ বার্ষিক পরিকল্পনা অনলাইনে জমাদান ও রিভিউয়ের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে। তবে এখনো দেশের অধিকাংশ স্কুল পরিকল্পনা দাখিল করেনি বলে জানা গেছে।
অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এ বছরের পরিকল্পনা জমাদানের কার্যক্রম ইতিমধ্যেই ১ জুলাই ২০২৫ তারিখে শুরু হয়েছে। কিন্তু পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠান অদ্যাবধি তাদের স্লিপ পরিকল্পনা অনলাইনে দাখিল করেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি অর্থ বরাদ্দের সঙ্গে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমাদানের সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে নির্ধারিত সময়ে পরিকল্পনা দাখিল না করলে আপডেট তথ্য পাওয়া সম্ভব হবে না, ফলে স্লিপ বরাদ্দের বাজেট বিভাজনে জটিলতা তৈরি হবে। এতে অর্থ প্রাপ্তি প্রক্রিয়ায় দেরি বা সমস্যার সম্মুখীন হতে পারে। এ অবস্থায় বাজেট প্রাপ্তিতে জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা শিক্ষককে ব্যক্তিগতভাবে দায়ী হতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে "অতীব জরুরি" উল্লেখ করে সকল বিদ্যালয়কে দ্রুততম সময়ের মধ্যে IPEMIS সফটওয়্যারে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা ও রিভিউ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
👉 অর্থাৎ, স্কুলগুলোকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যেই অনলাইনে পরিকল্পনা দাখিল করতে হবে, নতুবা অর্থ বরাদ্দ ও বাজেট বণ্টনে সমস্যার মুখোমুখি হতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং: ৩৮,০১,০০০০,৭০০,৯৯.০০৩.১৮-৩৫৪/১
তারিখ: ১০ ভাদ্র ১৪৩২
২৫ আগস্ট ২০২৫
বিষয়: ২০২৫-২০২৬ অর্থবছরে IPEMIS সফটওয়্যারের মাধ্যমে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমাদান এবং রিভিউ সংক্রান্ত।
সূত্র: IPEMIS এর স্লিপ মডিউল থেকে প্রাপ্ত তথ্য।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ অর্থবছরে IPEMIS সফটওয়্যারে স্লিপ মডিউলে স্লিপ বার্ষিক পরিকল্পনা অনলাইনে জমাদান এবং রিভিউয়ের সময় ০১ জুলাই ২০২৫ তারিখে শুরু হয়েছে। অনলাইনে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমাদান ও রিভিউয়ের সময় ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেষ হবে। কিন্তু IPEMIS সফটওয়্যারে স্লিপ মডিউল পর্যবেক্ষণ করে দেখা যায় যে, অধিকাংশ স্কুল অদ্যাবধি স্লিপ বার্ষিক পরিকল্পনা দাখিল করেননি। উল্লেখ্য, সরকারি অর্থ বরাদ্দের সাথে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমাদানের কোন সম্পর্ক নেই।
০২। উল্লেখ্য, অনলাইনে স্লিপ বার্ষিক পরিকল্পনা যথাসময়ে দাখিল না করলে সংশ্লিষ্ট স্কুলের আপডেট তথ্য না পাওয়ার ফলে স্লিপ বরাদ্দের বাজেট বিভাজন করা যাবে না। এর ফলে অর্থ প্রাপ্তিতে জটিলতার সৃষ্টি হবে। এক্ষেত্রে স্লিপ বরাদ্দের বাজেট প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্মকর্তা/ শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ি থাকবেন।
০৩। বর্ণিতাবস্থায়, ২০২৫-২০২৬ অর্থবছরের স্লিপ বার্ষিক পরিকল্পনা অনলাইনে জমাদানসহ রিভিউ ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিষয়টি অতিব জরুরি।
স্বাক্ষরিত
মিরাজুল ইসলাম উকিল, এনডিসি
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।
No comments
Your opinion here...