বৃত্তি পরীক্ষার্থীদের স্কুল ড্রেসে ছবি আপলোড বাধ্যতামূলক, বিভাগভিত্তিক সমন্বয়কারীর তালিকা প্রকাশ
🔵 বৃত্তি পরীক্ষার্থীদের স্কুল ড্রেসে ছবি আপলোড বাধ্যতামূলক, বিভাগভিত্তিক সমন্বয়কারীর তালিকা প্রকাশ
বিস্তারিত সংবাদ:
ঢাকা, ৩ আগস্ট ২০২৫:
সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ উপলক্ষে গুরুত্বপূর্ণ দুটি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রথম নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরিহিত ছবি অনলাইনে ডিআর (Data Repository) এ আপলোড করা বাধ্যতামূলক। প্রতিটি বিদ্যালয়কে নিজ নিজ শিক্ষার্থীদের ছবি যথাযথভাবে আপলোড করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিতব্য এ পরীক্ষার সফল বাস্তবায়ন নিশ্চিত করতে বিভাগভিত্তিক সমন্বয়কারীদের নাম, পদবি ও মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। সার্বিক তথ্য সমন্বয়, পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ডিআর এন্ট্রির দায়িত্ব পালন করবেন নিচের কর্মকর্তাবৃন্দঃ
বিভাগ | নাম | পদবি | মোবাইল নম্বর |
---|---|---|---|
ঢাকা | জনাব আ ফ ম জাহিদ ইকবাল | শিক্ষা অফিসার | ০১৩৩২৫১০১২১ |
ময়মনসিংহ | মো: রোকনুজ্জামান | শিক্ষা অফিসার | ০১৭৫৯৫৩২৭৫০ |
বরিশাল | মো: জামাল হোসাইন খাঁন | শিক্ষা অফিসার | ০১৭১২৬১৮৬৯০ |
চট্টগ্রাম | মো: মাহবুবুর রহমান | শিক্ষা অফিসার | ০১৭১৬৭৩৫৩৯১ |
রাজশাহী | মো: শরীফ উল ইসলাম | শিক্ষা অফিসার | ০১৭২২৯২৫২০৬ |
সিলেট | মো: মাহবুবুল আলম | শিক্ষা অফিসার | ০১৭১৬০৩৬০৫৪ |
রংপুর | মো: মেহতাব কায়েস | সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার | ০১৮৩৬৭৩৮৫৮৫ |
খুলনা | মো: জিয়াউল কবির সুমন | শিক্ষা অফিসার | ০১৭১০২৮৭৩৪২ |
উল্লেখ্য, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে স্ব স্ব বিভাগে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-১৫৭৮/১৫৭৯
প্রকাশকাল: ৩ আগস্ট ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-১৫৭৮
তারিখ: ১৯ শ্রাবণ ১৪৩২
০৩ আগষ্ট ২০২৫
বিষয়: "সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫" এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীর স্কুল ড্রেস পরিধান করেশডআর এ ছবি আপলোডকরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, "সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫" এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ডিআর এ অন্তর্ভুক্তির সময় স্ব স্ব স্কুলের স্কুল ড্রেস পরিধান করে ছবি আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-১৫৭৯
তারিখ: ১৯শ্রাবণ ১৪৩২
০৩ জুলাই ২০২৫
অফিস আদেশ
আগামী ডিসেম্বর ২০২৫ এ সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত বিভাগের সার্বিক সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হলো।
কর্মকর্তার নাম ও পদবি (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) মোবাইল নম্বর দায়িত্বপ্রাপ্ত বিভাগের নামঃ
১. জনাব আ ফ ম জাহিদ ইকবাল ০১৩৩২৫১০১২১ ঢাকা
২. জনাব মো: রোকনুজ্জামান, শিক্ষা অফিসার ০১৭৫৯৫৩২৭৫০ ময়মনসিংহ
৩. জনাব মো: জামাল হোসাইন খাঁন, শিক্ষা অফিসার ০১৭১২৬১৮৬৯০ বরিশাল
8. জনাব মো: মাহবুবুর রহমান, শিক্ষা অফিসার ০১৭১৬৭৩৫৩৯১ চট্টগ্রাম
৫. জনাব মো: শরীফ উল ইসলাম, শিক্ষা অফিসার ০১৭২২৯২৫২০৬ রাজশাহী
৬. জনাব মো: মাহবুবুল আলম, শিক্ষা অফিসার ০১৭১৬০৩৬০৫৪ সিলেট
৭. জনাব মো: মেহতাব কায়েস, সহ: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ০১৮৩৬৭৩৮৫৮৫ রংপুর
৮. জনাব মো: জিয়াউল কবির সুমন, শিক্ষা অফিসার ০১৭১০২৮৭৩৪২ খুলনা
২। কর্মকর্তাগণ পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রের তথ্য সংগ্রহ এবং পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রিসহ সার্বিক কাজের সমন্বয় সাধন করবেন।
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম
সহাকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Your opinion here...