ad

এসেসমেন্ট টুলস ব্যবহারে শিখন অবস্থান নির্ধারণ কার্যক্রমে সময় বাড়ল

Views

 


এসেসমেন্ট টুলস ব্যবহারে শিখন অবস্থান নির্ধারণ কার্যক্রমে সময় বাড়ল

👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যাচাই কার্যক্রমের সময় বাড়লো ২২ জুলাই পর্যন্ত

সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ১৫ জুলাই ২০২৫: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে শিখন অবস্থান নির্ধারণের জন্য প্রণীত এসেসমেন্ট টুলস ব্যবহার করে চলমান যাচাই কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনায় এ কার্যক্রম এখন ২২ জুলাই ২০২৫ পর্যন্ত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্বের নির্দেশনায় বলা হয়েছিল, ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে উক্ত যাচাই কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে, বিভিন্ন বিদ্যালয়ে কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে জারি করেছেন পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি।

এই যাচাই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন অবস্থান মূল্যায়নের পাশাপাশি বিষয়ভিত্তিক কর্মপদ্ধতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করে তাদের দক্ষতা উন্নয়নের একটি কার্যকর রূপরেখা তৈরি করা হবে।

প্রসঙ্গত, এসেসমেন্ট টুলস ব্যবহারের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা দক্ষতা নিরূপণ এবং ঘাটতি পূরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০৬২.২১- ১৫৪৩

তারিখ: ৩১ আষাঢ় ১৪৩২ ১৫ জুলাই ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে প্রণীত এসেসমেন্ট টুলস ব্যবহার করে শিখন অবস্থান নির্ধারণ এর নিমিত্ত যাচাই কার্যক্রমের সময় বৃদ্ধি।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০৬২.২১-১২২১, তারিখ: ২৫/০৬/২০২৫

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এসেসমেন্ট টুলস এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে শিখন অবস্থান নির্ধারণ এবং বিষয়ভিত্তিক কর্মপদ্ধতি ও কর্মপরিকল্পনা অনুসরণ করে শিখন অবস্থার উন্নয়নে শিক্ষার্থী যাচাই কার্যক্রম সুত্রোক্ত স্মারকে ১-১৫ জুলাই এর মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত যাচাই কার্যক্রম ২২ জুলাই ২০২৫ পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো।

২। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

মোহাম্মদ কামরুল হাসান,

এনডিসি পরিচালক (পলিসি এন্ড অপারেশন)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.