ad

জুলাই মাসে শহিদ শিশুদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান, মিলবে সরকারি বরাদ্দ

Views



জুলাই মাসে শহিদ শিশুদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান, মিলবে সরকারি বরাদ্দ

সংবাদ প্রতিবেদন
📅 প্রকাশিতঃ ১৭ জুলাই ২০২৫


👉‘শিশু শহিদদের স্মরণে’ প্রাথমিক বিদ্যালয়সমূহে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান : প্রতি বিদ্যালয়ে ২৫০০ টাকা বরাদ্দ

ঢাকা, ১৬ জুলাই ২০২৫ —
বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিশু শহিদদের স্মরণে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান’ পালনের লক্ষ্যে প্রতি বিদ্যালয়ে ২,৫০০ টাকা করে বরাদ্দ প্রদান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই বরাদ্দের মোট পরিমাণ ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা, যা মাঠ পর্যায়ের উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাধ্যমে বিতরণ করা হবে।

এ উপলক্ষ্যে ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এই অর্থ বরাদ্দ ও মঞ্জুর করা হয়েছে।


📌 প্রধান দিকনির্দেশনা ও অর্থ ব্যয়ের শর্তাবলি:

১. বরাদ্দকৃত অর্থ ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০১১০৭৫২৯ অনুযায়ী ৩২৫৭৩০১ - অনুষ্ঠান/উৎসবাদি খাত থেকে ব্যয়যোগ্য হবে।

  1. সংশ্লিষ্ট আয়ন-ব্যয় কর্মকর্তারা iBAS++ সিস্টেমের মাধ্যমে এই অর্থ ব্যয় করতে পারবেন।

  2. শুধুমাত্র “জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান” পালনের উদ্দেশ্যেই অর্থ ব্যবহারযোগ্য হবে। অন্য কোনো খাতে এই অর্থ ব্যয়ের সুযোগ নেই। কোনো অনিয়ম ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী হবেন।

  3. ৩০ জুন ২০২৬ এর মধ্যে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে সমর্পণ করতে হবে।


🎯 কার্যক্রমের লক্ষ্য ও তাৎপর্য:

এই বরাদ্দের মাধ্যমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পর্যায়ে শিশু শহিদদের স্মরণে অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের শিশুদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


📎 উৎস:

  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ
    স্মারক নং: ৩৮.০১.০০০০.১৫২.০২০.৪৮.২০২০-৫৭
    তারিখ: ১৬ জুলাই ২০২৫
    সূত্র স্মারক: ৩৮.০১.০০০০.১০৭.২৩.০০৯.২২-১৪৩১ (তারিখ: ১৫ জুলাই ২০২৫)


🖋️ স্বাক্ষরিত:
মোঃ নুরুল ইসলাম
উপপরিচালক (অর্থ-রাজস্ব)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর


🔍 বিশেষ দ্রষ্টব্য:
সব ধরনের কার্যক্রম সরকারি বিধি অনুযায়ী সম্পাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

📢 আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের পেজে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৪৮.২০২০-৫৭

তারিখ: ০১ শ্রাবণ ১৪৩২

১৬ জুলাই ২০২৫

বিষয়ঃ 'শিশু শহিদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান' পালন উপলক্ষ্যে মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান।

সূত্রঃ স্মারক নং ৩৮.০১.০০০০.১০৭.২৩.০০৯.২২. ১৪৩১, তারিখঃ ১৫ জুলাই ২০২৫খ্রিঃ

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে 'শিশু শহিদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান' পালন উপলক্ষ্যে সর্বমোট ১৬,৩৯,১৫,০০০/- (ষোল কোটি উনচল্লিশ লক্ষ পনের হাজার) টাকা সংযুক্ত বিভাজন ও নিম্নবর্ণিত শর্তে সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরী প্রদান করা হলো। সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণকে উল্লিখিত অর্থ ব্যয় করার ক্ষমতা প্রদান করা হ,ল।

শর্তাবলীঃ ক. এ ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০১১০৭৫২৯ প্রধান কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সাধারণ কার্যক্রম এর ৩২৫৭৩০১ অনুষ্ঠান/উৎসবাদি খাতে বরাদ্দকৃত ৫৭,৮৭,৪০,০০০/- (সাতান্ন কোটি সাতাশি লক্ষ চল্লিশ হাজার) টাকা হতে মিটানো হবে; খ. ২০২৫-২৬ অর্থবছরে iBAS++ এর Authorization DDO এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণ ব্যয় করতে পারবেন; গ. এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। এ অর্থ হতে প্রাথমিক বিদ্যালয়সমূহে 'শিশু শহিদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান' পালন ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে অর্থ ব্যয় করা যাবে না। যে কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন; ঘ. অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৬ এর মধ্যে সমর্পণ করতে হবে।

২। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

মোঃ নুরুল ইসলাম

উপপরিচালক অর্থ-রাজস্ব, অর্থ বিভাগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


সম্পুর্ণ পিডিএফ ডাউনলোডঃ

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.