সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ হাজার মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ হাজার মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ শুরু
👉সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ শুরু — আধুনিক শিক্ষায় নতুন দিগন্ত
তারিখ: ২১ জুলাই ২০২৫
স্থান: ঢাকা
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদানের মানোন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কার্যক্রম শুরু করেছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4) এর আওতায় দ্বিতীয় পর্যায়ে মোট ২১,০০০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর কেনা হয়েছে।
এরই অংশ হিসেবে স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড নামক সরবরাহকারী প্রতিষ্ঠান ০৯টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১০,৪০০টি প্রজেক্টর সরবরাহ করেছে। যার মধ্যে ৮টি জেলার ৯,৮৪৪টি প্রজেক্টর ইতোমধ্যে জেলা পর্যায়ের টেকনিক্যাল কমিটি কর্তৃক যাচাই করে গ্রহণ করা হয়েছে।
প্রজেক্টরগুলোতে রয়েছে—
-
প্রজেক্টর স্ক্রিন
-
পাওয়ার স্ট্রিপ
-
রিমোট কন্ট্রোল
-
লেজার পয়েন্টার
-
ব্যাগ
-
ভিজিএ কেবল
-
এইচডিএমআই কেবল
-
টেকনিক্যাল স্পেসিফিকেশনে উল্লিখিত অন্যান্য এক্সেসরিজ
পরবর্তী নির্দেশনা অনুযায়ী:
সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন তাদের জেলা অফিস থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর বুঝে নেন এবং ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নির্ধারিত তালিকা অনুযায়ী বিদ্যালয়গুলোতে বিতরণ সম্পন্ন করেন। একইসঙ্গে বিতরণের প্রমাণক আইএমডি বিভাগে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল শিক্ষা পদ্ধতির সঙ্গে শিশুদের পরিচিত করানো, শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার বাড়ানো এবং পাঠদানে নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা করা হচ্ছে।
স্বাক্ষর করেছেন:
মোঃ লুৎফুর রহমান
পরিচালক (আইএমডি)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
📌বিশ্লেষণ:
এই উদ্যোগের ফলে গ্রামীণ ও প্রান্তিক শিক্ষার্থীরাও ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাবে। পাশাপাশি শিক্ষকদেরও মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহার করে পাঠদান আরও সহজ ও বোধগম্য হবে।
📌উপসংহার:
বাংলাদেশ সরকারের এ ধরণের উদ্যোগ আধুনিক শিক্ষা ব্যবস্থায় এক মাইলফলক। সরকারের লক্ষ্য – “ডিজিটাল বাংলাদেশের শিক্ষার ভিত আরও শক্তিশালী করা।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
স্মারক নং ৩৮.০১.০০০০.৯০০.০৭.০০১.২৩.১১৪৫
তারিখঃ ০৬ শ্রাবণ ১৪৩২ ২১ জুলাই ২০২৫
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ প্রসঙ্গে। সূত্র: প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর ৩৮.০১.০০০০.০০৫.০৭.৪৮৯.২৫-৩৮ তারিখ: ২০ জুলাই ২০২৫ প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর ৩৮.০১.০০০০.০০৫.০৭.৪৮৯.২৫-৪৪ তারিখ: ২১ জুলাই ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য ২য় পর্যায়ে ২১০০০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর এর ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি) লিঃ প্যাকেজ নম্বর জিডি ৪০১.০৫/২০২২-২৩ ও ৪০১.০৮/২০২২-২৩ এর অধীনে ০৯টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১০৪০০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর [প্রজেক্টর স্ক্রিন, পাওয়ার স্ট্রিপ, রিমোট, লেজার পয়েন্টার, ব্যাগ ভিজিএ কেবল, পাওয়ার কেবল, এইচডিএমআই কেবল, ইত্যাদিসহ টেকনিক্যাল স্পেসিফিকেশনে বর্ণিত সকল এক্সেসরিজ] সরবরাহ করেছে। নিম্ন বর্ণিত ০৮টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৯৮৪৪টি মাল্টিমিডিয়া প্রজেক্টর জেলা পর্যায়ে গঠিত Technical Inspection and Acceptance Committee এর মাধ্যমে টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী যাচাইপূর্বক গ্রহণ করা হয়েছে।
২। এমতাবস্থায়, গ্রহণকৃত মাল্টিমিডিয়া প্রজেক্টরসমূহ বিতরণকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে নিম্ন বর্ণিত ছকের সংখ্যা ও সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে মাল্টিমিডিয়া প্রজেক্টর বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আগামী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে তালিকা অনুযায়ী মাল্টিমিডিয়া প্রজেক্টর বিদ্যালয়ে বিতরণ নিশ্চিত করবে এবং বিদ্যালয়ে বিতরণের প্রমাণক আগামী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে অধিদপ্তরের আইএমডি বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলোঃ
স্বাক্ষরিত
মোঃ লুৎফুর রহমান
পরিচালক (আইএমডি)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
No comments
Your opinion here...