জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ এবং কাবিং) এর জাতীয় পর্যায়ে শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ এবং কাবিং) এর জাতীয় পর্যায়ে শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
স্মারক নং- ৩৮.০১.০০০০. ১৪৩.১১.০০১.২৪ -৮00
তারিখ: ০৪ জ্যৈষ্ঠ ১৪৩২ ১ জ্যেষ্ঠ ১৪৩২
বিষয়: প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং) এর জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ২৪ ও ২৫ মে ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৩। বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার 'খ' গ্রুপের (১) কবিতা আবৃত্তি (বাংলা), (২) চিত্রাংকন, (৩) নৃত্য, (৪) গল্প বলা, (৫) গান (পল্লীগীতি/লোকগীতি/অন্যান্য), (৬) উপস্থিত বক্তৃতা এবং (৭) একক অভিনয় (৮) কুইজ (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান) প্রথমস্থান অধিকারী ছাত্র ও ছাত্রী এবং 'খ' বিভাগের শ্রেষ্ঠ কাব শিশুগণ (ছাত্র ও ছাত্রী) জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
৪। প্রতিযোগী শিক্ষার্থীদের জন্য ঢাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে। একজন শিক্ষার্থীর জন্য ০১ জন অভিভাবকের আবাসনের ব্যবস্থা করা হবে।
৫। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য সাদা কেডস ও সাদা মোজা ক্রয় করে নিয়ে আসবে। ২০০০/- টাকার ভাউচার জমা প্রদান করা সাপেক্ষে ভ্যাট ও ট্যাক্সের অর্থ কর্তনপূর্বক অর্থ পরিশোধ করা হবে।
৬। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগী শিক্ষার্থীগণকে যাতায়াত ভাতা প্রদান করা হবে।
۹۱ কবিতা আবৃত্তি, কবিতা - "সংকল্প", কবি কাজী নজরুল ইসলাম, ৫ম শ্রেণি (এনসিটিবি)
৮। এমতাবস্থায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি
পরিচালক (পলিসি এন্ড অপারেশন)
No comments
Your opinion here...