সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শনপূর্বক বিল প্রদান প্রসঙ্গে প্রাগম এর পত্র।
সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শনপূর্বক বিল প্রদান প্রসঙ্গে প্রাগম এর পত্র।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তারিখ: ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
৩০ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০২৬.০৬.০০০১.২৫.২৭
বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি বিদ্যালয়সমূহের নির্মাণকাজ সরজমিনে পরিদর্শনপূর্বক বিল প্রদান প্রসঙ্গে।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং: ৩৮.০০.০০০০.০২৬.২০.০০১.২৩-০৪; তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি/২০২৫ মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:
"(৩.১.৪) নির্মাণ কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল প্রদানের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিন নির্মাণ কাজ পরিদর্শন পূর্বক কাজের মান নিশ্চিত হয়ে বিল প্রদান করবেন, এ মর্মে মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করতে হবে।"
০২। উপরোক্ত সিদ্ধান্তের আলোকে নির্মাণ কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল প্রদানের পূর্বে সরজমিনে পরিদর্শন করে বিল প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোসাঃ সামসুন্নাহার পরিসংখ্যান কর্মকর্তা
No comments
Your opinion here...