ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শনপূর্বক বিল প্রদান প্রসঙ্গে প্রাগম এর পত্র।

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শনপূর্বক বিল প্রদান প্রসঙ্গে প্রাগম এর পত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
পরিসংখ্যান শাখা
www.mopme.gov.bd

তারিখ: ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ৩০ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০২৬.০৬.০০০১.২৫.২৭

বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি বিদ্যালয়সমূহের নির্মাণকাজ সরজমিনে পরিদর্শনপূর্বক বিল প্রদান প্রসঙ্গে। সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং: ৩৮.০০.০০০০.০২৬.২০.০০১.২৩-০৪; তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৫

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি/২০২৫ মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়: "(৩.১.৪) নির্মাণ কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল প্রদানের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিন নির্মাণ কাজ পরিদর্শন পূর্বক কাজের মান নিশ্চিত হয়ে বিল প্রদান করবেন, এ মর্মে মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করতে হবে।"

০২। উপরোক্ত সিদ্ধান্তের আলোকে নির্মাণ কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল প্রদানের পূর্বে সরজমিনে পরিদর্শন করে বিল প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোসাঃ সামসুন্নাহার পরিসংখ্যান কর্মকর্তা



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.