ad

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।

Views

 


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র। (২০.০৫.২৫)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

২০ মে ২০২৫ স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৭০০.৯৯.০২৪.২৪ বিষয়: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত। সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর-৩৮.০০.০০০০.০০২.৯৯.০০০২.১৯.৫৮০, তারিখ: ২৩ এপ্রিল ২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রাপ্ত পত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের পত্রে (কপি সংযুক্ত) ইতোপূর্বেকার ভোটকেন্দ্রের তালিকায় উল্লিখিত যেসকল প্রতিষ্ঠান সংস্কার/মেরামতের প্রয়োজন হবে তা সংস্কারপূর্বক ভোট গ্রহণ উপযোগীকরণ এবং ছোট-খাট সংস্কার কাজের মাধ্যমে তা উপযোগী করার উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতি বরাদ্দকৃত অর্থ জরুরীভিত্তিতে ছাড়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে সীমানা প্রাচীর নিমাণ এবং ছোটখাট সংস্কার কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ করা হয়েছে।

২। বর্ণিতাবস্থায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের লক্ষ্যে তাঁর জেলার চাহিদা উপজেলা/থানা থেকে সংগ্রহপূর্বক সংযুক্ত ছক মোতাবেক Excel worksheet-এ Unicode NikoshBAN ফন্টে সংকলিত করে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর হার্ড কপি এবং সফট কপি (dirplandpe@gmail.com, adplandpe@gmail.com ঠিকানায়) আগামী ২৯ মে ২০২৫ তারিখের মধ্যে অধিদপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

৩। বিষয়টি অতীব জরুরী। এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

মোঃ মিজানুল হক

যুগ্মসচিব

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.