ad

উপজেলা/থানা রিসোর্স সেন্টার (U/TRC) -এর নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) নামকরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

 


উপজেলা/থানা রিসোর্স সেন্টার (U/TRC) -এর নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) নামকরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (২০.০৪.২৫)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

স্মারক নম্বর। ৩৮.০১,০০০০,১০৭৮.৩৭.০০৪,২৫-৭৮৪ তারিখ: ৭ বৈশাখ, ১৪৩২ ২০ এপ্রিল, ২০২৫

বিষয় : উপজেলা/খানা রিসোর্স সেন্টার (U/TRC)-এর নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) করণ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, PEDP-4 এর DPP-তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে প্রণীত ডক্যুমেন্ট ODCBG অনুসরণে ISP প্রণয়ন করার নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ISP প্রণয়ন করে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তা অনুমোদন করে (সংযুক্তি-১)। অনুমোদিত ISP-র ১টি recommended activity হলো change the name of the Upazila Resource Centre (URC) as Primary Education Resource Centre (PERC) (সংযুক্তি-২)।

০২। মহোদয়ের সদয় অবহতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা/খানা রিসোর্স সেন্টার (U/TRC) নামক ইউনিটটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত নিবিড় জেলা পদ্ধতির মাধ্যমে প্রাথমিক শিক্ষা উন্নয়ন (IDEAL) ও নরওয়ে সাহায্যপুষ্ট (NORAD) প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা উন্নয়নকল্পে উপজেলা/থানা পর্যায়ে সৃজিত হয় এবং পরবৃর্তীতে এর জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হয় (সংযুক্তি-৩)। এ প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষায় উপজেলা/থানা পর্যায়ে প্রাথমিক শিক্ষা বিভাগের একটি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা বিভাগসহ অন্যান্য দপ্তরের রিসোর্স সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে প্রাথমিক শিক্ষা বিভাগের রিসোর্স সেন্টারকে আলাদাভাবে চিহ্নিত করতে এবং ISP-র ১টি recommended activity বাস্তবায়নকল্পে এর নাম পরিবর্তন প্রয়োজন।। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সদয় প্রশাসনিক অনুমোদন প্রয়োজন হবে। এ প্রেক্ষিতে ISP-র recommended activity ও বিদ্যমান বাস্তবতায় প্রাথমিক শিক্ষা বিভাগের স্বপ্নযেয়াদী প্রশিক্ষণ প্রতিষ্ঠান উপজেলা/খানা রিসোর্স সেন্টার (U/TRC) নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) হিসেবে নামকরণের প্রশাসনিক অনুমোদন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি এতদসঙ্গে প্রেরণ করা হলো।

০৩। এমতাবস্থায়, উপজেলা/থানা রিসোর্স সেন্টার (U/TRC)-এর নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) হিসেবে নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

আবু নুর মোঃ শামসুজ্জামান মহাপরিচালক



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.