উপজেলা/থানা রিসোর্স সেন্টার (U/TRC) -এর নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) নামকরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।
উপজেলা/থানা রিসোর্স সেন্টার (U/TRC) -এর নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) নামকরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (২০.০৪.২৫)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্মারক নম্বর। ৩৮.০১,০০০০,১০৭৮.৩৭.০০৪,২৫-৭৮৪
তারিখ: ৭ বৈশাখ, ১৪৩২ ২০ এপ্রিল, ২০২৫
বিষয় : উপজেলা/খানা রিসোর্স সেন্টার (U/TRC)-এর নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) করণ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, PEDP-4 এর DPP-তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে প্রণীত ডক্যুমেন্ট ODCBG অনুসরণে ISP প্রণয়ন করার নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ISP প্রণয়ন করে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তা অনুমোদন করে (সংযুক্তি-১)। অনুমোদিত ISP-র ১টি recommended activity হলো change the name of the Upazila Resource Centre (URC) as Primary Education Resource Centre (PERC) (সংযুক্তি-২)।
০২। মহোদয়ের সদয় অবহতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা/খানা রিসোর্স সেন্টার (U/TRC) নামক ইউনিটটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত নিবিড় জেলা পদ্ধতির মাধ্যমে প্রাথমিক শিক্ষা উন্নয়ন (IDEAL) ও নরওয়ে সাহায্যপুষ্ট (NORAD) প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা উন্নয়নকল্পে উপজেলা/থানা পর্যায়ে সৃজিত হয় এবং পরবৃর্তীতে এর জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হয় (সংযুক্তি-৩)। এ প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষায় উপজেলা/থানা পর্যায়ে প্রাথমিক শিক্ষা বিভাগের একটি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা বিভাগসহ অন্যান্য দপ্তরের রিসোর্স সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে প্রাথমিক শিক্ষা বিভাগের রিসোর্স সেন্টারকে আলাদাভাবে চিহ্নিত করতে এবং ISP-র ১টি recommended activity বাস্তবায়নকল্পে এর নাম পরিবর্তন প্রয়োজন।। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সদয় প্রশাসনিক অনুমোদন প্রয়োজন হবে। এ প্রেক্ষিতে ISP-র recommended activity ও বিদ্যমান বাস্তবতায় প্রাথমিক শিক্ষা বিভাগের স্বপ্নযেয়াদী প্রশিক্ষণ প্রতিষ্ঠান উপজেলা/খানা রিসোর্স সেন্টার (U/TRC) নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) হিসেবে নামকরণের প্রশাসনিক অনুমোদন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি এতদসঙ্গে প্রেরণ করা হলো।
০৩। এমতাবস্থায়, উপজেলা/থানা রিসোর্স সেন্টার (U/TRC)-এর নাম পরিবর্তন করে Primary Education Resource Centre (PERC) হিসেবে নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
আবু নুর মোঃ শামসুজ্জামান মহাপরিচালক
No comments
Your opinion here...