Next Generation Primary Education Program (NPEP) এর ডিপিপি (DPP) তে অন্তর্ভূক্তির জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত পত্র।
Views
২ বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালুকৃত নির্বাচিত আনুমানিক ১,০০০ থেকে ১,৫০০টি বিদ্যালয়ে স্মার্ট টিভিসহ ল্যাপটপ প্রদান করা হবে।
Next Generation Primary Education Program (NPEP) এর ডিপিপি (DPP) তে অন্তর্ভূক্তির জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত পত্র। (৩০.০৪.২৫)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
১৭ বৈশাখ ১৪৩২
তারিখ: ৩০ এপ্রিল ২০২৫
বিষয়: Next Generation Primary Education Program (NPEP) এর ডিপিপি (DPP) তে অর্ন্তভুক্তির জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ সংক্রান্ত।
সূত্র: ইউও নোট:৩৮.০১.০০০০,৭০০.০১৪.০৫৮.২৫-৩১১ তারিখ:২৮এপ্রিল ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে Next Generation Primary Education Program (NPEP) এর খসড়া ডিপিপি (DPP) প্রস্তুত করা হয়েছে। উক্ত খসড়া ডিপিপি-তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের শিখন-শেখানো কার্যক্রম পরিচালনার জন্য স্মার্ট টিভিসহ ল্যাপটপ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত ডিপিপিতে আনুমানিক ১০০০ থেকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভিসহ ল্যাটপট প্রদানের পরিকল্পনা রয়েছে।
২. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ নির্বাচনের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তপূরণ সাপেক্ষে (Terms and
Conditions) বিদ্যালয় নির্বাচন আবশ্যক:
ক. যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য নির্ধারিত আলাদা সজ্জিতকরণ শ্রেণিকক্ষ রয়েছে।
খ. যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা আনুপাতিক হারে বেশি রয়েছে। গ. যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে (দরজা জানালা মজবুতসহ দপ্তরী
কাম নৈশ প্রহরী রয়েছে)
ঘ. যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির নির্ধারিত (Dedicated) শ্রেণিশিক্ষক রয়েছে যিনি আইটি
প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডিজিটাল কনট্যান্ট পরিচালনায় দক্ষ।
ঙ. যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪+ প্রাক-প্রাথমিক শ্রেণি চালু রয়েছে।
৪. এমতাবস্থায়, ২০২৩ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদি (৪+ বয়সি) প্রাক-প্রাথমিক শিক্ষা চালুকৃত বিদ্যালয়ের মধ্য হতে তার বিভাগের জন্য নির্ধারনকৃত বিদ্যালয় (শর্তপূরণ সাপেক্ষে) বাছাই করে আগামী ৪ মে ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে নিম্নোক্ত তথ্যছক পূরণ পূর্বক হার্ড কপি এবং ওয়ার্ডকপি ই-মেইল (dpepreprimary@gmail.com)) এ প্রেরণের জন্য অনুরোধ করা হল।
স্বাক্ষরিত
মোহাম্মদ কামরল হাসান, এনডিসি
পরিচালক (পলিসি এন্ড অপারেশন বিভাগ)
No comments
Your opinion here...