২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক ফেস টু ফেস অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।
২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক ফেস টু ফেস অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (২৪.০৪.২৫)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,৬০০.২৫.৫২.২০.৩৬৫
তারিখ: ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
বিষয়: ২০২৪-২৫ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণটি ব্লেন্ডেড মোডে (অনলাইন ও ফেইস টু ফেইস) আয়োজন করা হবে। ইতোমধ্যে আলোচ্য প্রশিক্ষণের অনলাইন কোর্স সম্পন্নকারী শিক্ষকদের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ফেইস টু ফেইস প্রশিক্ষণ শুরু করা প্রয়োজন। অনলাইন প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষকদের তালিকা পর্যবেক্ষণে দেখা যায় ইতোপূর্বে আইসিটি প্রশিক্ষণ সম্পন্নকারী ও পিটিআইতে চলমান বিটিপিটি প্রশিক্ষণে প্রশিক্ষণরত শিক্ষকগণ অন্তর্ভুক্ত আছে। আইসিটি অনলাইন কোর্স সম্পন্নকারী শিক্ষকদের সংযুক্ত তালিকা থেকে এসকল শিক্ষক (ইতোপূর্বে আইসিটি-ফেইস টু ফেইস প্রশিক্ষণপ্রাপ্ত ও চলমান বিটিপিটি প্রশিক্ষণরত) ব্যতীত আইসিটি-ফেইস টু ফেইস প্রশিক্ষণযোগ্য শিক্ষকদের তালিকা প্রয়োজন।
২। বর্ণিতাবস্থায়, আগামী ২৮ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে চাহিত তথ্য Google Form এ উল্লেখিত লিংকে (https://forms.gle/Mgdg4WGciPBzqjaX8) এবং সংযুক্ত ছকে হার্ডকপি (স্বাক্ষরিত) প্রেরণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ভুল তথ্য প্রেরণে যেকোন জটিলতায় তথ্য প্রদানকারী ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
বিষয়টি অতিব জরুরি।
সংযুক্তি:
ক. আইসিটি ইন এডুকেশন (অনলাইন) প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষকের তালিকা।
খ. নির্ধিারিত ছক।
স্বাক্ষরিত
মোঃ ইমামুল ইসলাম (অস্পষ্ট)
পরিচালক, প্রশিক্ষণ (চ.দা.)
No comments
Your opinion here...