ad

১ম প্রান্তিকে ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থী মূল্যায়ন সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশিনা।

Views

 

১ম প্রান্তিকে ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থী মূল্যায়ন সংক্রান্ত প্রাশিঅ এর নির্দেশিনা।(২৮/০৪/২০২৫)

♦️৫ মে থেকে সারাদেশে মূল্যায়ন শুরু হবে।

♦️৩য়- ৫ম শ্রেণিতে ৩০ % ধারাবাহিক ও ৭০% সামষ্টিক (লিখিত) মূল্যায়ন হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.৪০০.৯৯.০০১.২৩.৭৩

তারিখ: ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: ১ম প্রান্তিকে ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থী মূল্যায়ন।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী ০৫ মে ২০২৫ তারিখ থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম প্রান্তিকের মূল্যায়ন শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ৩য়-৫ম শ্রণিতে ২০২৪ সালের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকার আলোকে ৩০% ধারাবাহিক মূল্যায়ন ও ৭০% সামস্টিক (লিখিত) মূল্যায়নের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

০২। বিষয়টি অতীব জরুরি।

স্বাক্ষরিত

মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি

পরিচালক (পলিসি ও অপারেশন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.