পিইডিপি৪ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের বরাদ্দ প্রদানের তথ্য ও শ্রেণী কক্ষ নির্মাণের প্রস্তাব প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র।
পিইডিপি৪ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের বরাদ্দ প্রদানের তথ্য ও শ্রেণী কক্ষ নির্মাণের প্রস্তাব প্রেরণ সংক্রান্ত প্রাশিঅ এর পত্র। (২৭/০৪/২০২৫)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা- ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০১.৯৯.০০৬.১৮-১০৭
তারিখ: ১৪ বৈশাখ ১৪৩২
২৭ এপ্রিল ২০২৫
বিষয়: পিইডিপি৪-এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের বরাদ্দ প্রদানের তথ্য ও শ্রেণি কক্ষ নির্মাণের প্রস্তাব প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর আওতায় দেশের সকল বিভাগে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী শ্রেণিকক্ষের নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে এলজিইডি কর্তৃক শ্রেণিকক্ষের নির্মাণ কাজ চলমান থাকা সত্ত্বেও নির্মাণাধীন বিদ্যালয়ে পুনরায় একই ধরণের নির্মাণ কাজের বরাদ্দ প্রদান করা হয়েছে মর্মে জানা যায়।
২। এমতাবস্থায়, তাঁর বিভাগের অধীন সকল জেলা ও উপজেলা শিক্ষা অফিসারগণকে এলজিইডি কর্তৃক যে সকল বিদ্যালয়ে নির্মাণ কাজ চলমান থাকা সত্ত্বেও পুনরায় একই ধরণের নির্মাণ কাজের বরাদ্দ দেয়া হয়েছে তার তালিকা বিস্তারিত তথ্যসহ প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
৩। এ ছাড়া যে সকল বিদ্যালয়ে অগ্রাধিকার ও জরুরী ভিত্তিতে উক্তরূপ নির্মাণ প্রয়োজন তার পূর্ণাঙ্গ ছবি ও শিক্ষার্থী সংখ্যা আগামী ৭ কার্যদিবসের মধ্যে অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪) এর দপ্তরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ আতিকুর রহমান
অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪)
(অতিরিক্ত সচিব)
No comments
Your opinion here...